জেলা প্রতিনিধি, শরীয়তপুর:
শরীয়তপুরের ডামুড্যা উপজেলা ধানকাটি ইউনিয়নের এতিখানা ও ভূঁইয়া বাজার সংযোগ খালের উপরে সেতুটি বিভিন্ন অংশ ধসে পড়েছে, জীবনের ঝুঁকি নিয়ে সেতু পারাপারে ভোগান্তি পোঁহাতে হচ্ছে গ্রামবাসীর। সেতুটি যানচলাচলের অনুপযোগী হয়েছে পরেছে। যে কোনো সময় ঘটতে পারে দুঘর্টনা সেতু দিয়ে প্রতিদিন হাজার হাজার লোক এবং স্কুল কলেজ মাদ্রাসা পড়ুয়া ছাত্রছাত্রীরা আশা যাওয়া করেন। সেতুটি দিয়ে উপজেলা ও জেলার সদরে সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম। দ্রুত ঐ স্থানে একটি সেতু নির্মাণে দাবি জানিয়েছেন গ্রামবাসী। ১১ই এপ্রিল সরজমিনে ঘুরে দেখা গেছে সেতুটির বিভিন্ন অংশে ভেঙ্গে গেছে।স্থানীয় লোকজন নিজ উদ্যোগে সেতুটি কিছুটা মেরামত করলেও তা বেশিদিন স্থায়ী হয় নাই। এই সেতুটি দিয়ে হালকা ও মাঝারী ধরনের যানবাহন ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে। গ্রামবাসী ও পথচারীরা এতিমখানা ও ভূঁইয়া বাজারের আশে পাশে দোকানদার ও রাস্তার পাশে রয়েছে, বহু শিক্ষা প্রতিষ্ঠান তারা সেতুটি সাত আট বছর যাবত এই ভাবে পরে আছে।
এ বিষয়ে ধানকাটি ইউপি চেয়ারম্যান গোলাম মাওলানা রতন বলেন, অতি শীঘ্রই ব্রীজটি করে দিব। উপজেলা প্রকৌশলী আবু নাঈম নাবিল বলেন, প্রকল্প পাস হয় নাই এখনও ডিপিপি পাঠানো হয়েছে। প্রকল্প অনুমোদন হলে কাজ শুরু হবে।
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২