বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কে মিষ্টি উপহার দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার ১২টার দিকে সীমান্তের চেকপোস্টর শূন্য রেখায় বিজিবির হিলি সিপি ক্যাম্পের সুবেদার মোকলেছুর রহমান ভারতের হিলি বিএসএফের ক্যাম্পের এএসআই বালকিশানের হাতে পাঁচ প্যাকেট মিষ্টি তুলে দেন।
পরে দুই বাহিনীর পক্ষ থেকে একে অপরের কুশল বিনিময় করেন।
বিজিবির হিলি সিপি ক্যাম্পের সুবেদার মোকলেছুর রহমান জানান, সীমান্তে সোহার্দ-সম্প্রতি ও ভ্রাতত্ববোধ বজায় রেখে বিজিবি ও বিএসএফ তাদের অর্পিত দায়িত্ব পালন করতে পারে এবং দুইবাহিনীর মধ্যে বিরাজমান সুসম্পর্ক যেন আরও জোরদার হয় সেই লক্ষে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়েছে। এসময় বাংলা নববর্ষের শুভেচ্ছা জানানো হয়।
—ইউএনবি
আরও পড়ুন
টানা ৪১ দিন জামাতে নামাজ আদায়ে ১৭ কিশোর পেল বাইসাইকেল
দেশে এই মুহুর্তে দরকার বিচার ও সংস্কার: নাহিদ ইসলাম
এসআই পরিচয়ে থানায় তরুণী, কনস্টেবলকে ভুলে ‘স্যার’ ডেকে ধরা