জেলা প্রতিনিধি, রংপুর :
রংপুরের গঙ্গাচড়ায় বাংলা নববর্ষ ১৪২৯ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। বৃহস্পতিবার ( ১৪ এপ্রিল) উপজেলা পরিষদ চত্ত্বর থেকে উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন পিএএ এর নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা বের করে গঙ্গাচড়া বাজারসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা প্রশাসনের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা ও আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, ওসি সুশান্ত কুমার সরকার, কৃষি অফিসার শরিফুল ইসলাম, সমাজসেবা অফিসার মোসাদ্দেকুর রহমান, প্রকৌশলী মজিদুল ইসলাম, শিক্ষা অফিসার নাগমা সিলভিয়া, সমবায় অফিসার আবতাবুজ্জামান চয়ন, পিআইও মুনিমুল হক, প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা, এনামুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি, শিক্ষার্থী, সাংবাদিক, পুলিশ সদস্য ও সুধীজন উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২