নিজস্ব প্রতিবেদক, রামগড় :
বায়ু দুষণরোধে হিউম্যান রাইটস এবং পিস ফর বাংলাদেশ এর হাইকোর্টে দায়ের করা রিট মামলার আলোকে রামগড়ের ২ টি অবৈধ ইটেরভাটা স্কেভেটর দিয়ে গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমান আদালত। শুক্রবার রামগড় উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিস্ট্রেট খোন্দকার মো: ইখতিয়ার উদ্দীন আরাফাতের পরিচালনায় ভ্রাম্যমান আদালত উপজেলার প্রত্যন্ত এলাকা দাঁতারামপাড়ায় অবিস্থত মেঘনা-২ ও জনতা নামে দুটি ইটের ভাটা ভেঙ্গে গুঁড়িয়ে দেয়া হয়। এ সময় অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মো: আশরাফ উদ্দীনসহ পুলিশ ও ফায়ারসার্ভিসকর্মীরা উপন্থিত ছিলেন।
নির্বাহি ম্যাজিস্ট্রেট খোন্দকার মো: ইখতিয়ার উদ্দীন আরাফাত বলেন, মহামান্য হাইকোর্ট বিভাগের নির্দেশনা প্রতিপালন না করায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ ও সংশোধিত ২০১৯ এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক অবৈধ ইটের ভাটা দুটির চিমনি ও চুল্লি ভেঙ্গে স্থায়িভাবে বন্ধ করে দেয়া হয়েছে। তিনি আরও জানান, রামগড় উপজেলার অপর ৭ টি ইটেরভাটার ব্যাপারে হাইকোর্টে দায়ের করা রিটের আদেশের ওপর স্থগিতাদেশ থাকায় এগুলোর ব্যাপারে ভ্রাম্যমান আদালত কোন ব্যবস্থা নেননি।
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২