বরিশাল লঞ্চঘাট ঈদে ঘরমুখো যাত্রীদের ভিড়ে কানায় কানায় পূর্ণ হয়ে আছে। ঈদকে সামনে রেখে প্রতিদিন কয়েক হাজার মানুষ এই ঘাট থেকে নিজেদের গন্তব্যে পাড়ি জমাচ্ছে।
ঈদের ছুটিতে কর্তৃপক্ষ বিশেষ সার্ভিস চালু করায় শুক্রবার মধ্যরাত থেকে প্রায় ২৩টি লঞ্চ বরিশাল লঞ্চঘাটে নোঙর করেছে।
টার্মিনাল কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার প্রতিটি লঞ্চ ঢাকা থেকে বরিশাল পর্যন্ত চার হাজার যাত্রী বহন করেছে।
কর্তৃপক্ষের মতে, রাজারহাট বি লঞ্চটি প্রথমে ঢাকার সদরঘাট থেকে ছেড়ে রাত ১টার দিকে বরিশালে পৌঁছায়। এরপর একে একে রয়েল ক্রুজ, পূবালী ৭, ফারহান ৭, মানামী, রেড সান, পর্বত ১০, প্রিন্স আওলাদ ১০, কুয়াকাটা ২, সুন্দরবন ১১ এবং সুরভী ৮ ঘাটে পৌঁছায়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, ফেরি চলাচল নির্বিঘ্ন হওয়ায় প্রথম দিনে আমরা যাত্রীদের কাছ থেকে কোনো অভিযোগ পাইনি।
তিনি বলেন, ‘তবে আমরা চেক করছি এবং তাদের (লঞ্চের) সামর্থ্যের বাইরে যাত্রী বহনের বিরুদ্ধে লঞ্চগুলোকে সতর্ক করছি।’
সুবাহ জাহান নামে এক যাত্রী বলেন, ‘ভ্রমণ করতে গিয়ে খুব একটা সমস্যায় পড়তে হয়নি। মহামারির দুই বছরে একবারও নিজের শহরে যেতে পারিনি, এবার যেতে পেরে আমি খুশি।’
তবে আফসানা রুম্পা নামে আরেক যাত্রী বলেন, ‘আমি যাত্রার সময় কিছু সমস্যার সম্মুখীন হয়েছিলাম, তবে আমি আমার নিজ জেলায় পৌঁছতে পেরেছি, তাই আর কিছু মনে করছি না।’
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার সেলিম মোহাম্মদ শেখ বলেন, যাত্রীদের নিরাপদে প্রত্যাবর্তন নিশ্চিত করতে ট্রাফিক বিভাগের প্রায় ৪০ জন সদস্য মোতায়েন করা হয়েছে।
—ইউএনবি
আরও পড়ুন
এবার তেজগাঁওয়ে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের মিছিল
স্বস্তি নেই বাজারে, সবজি কিনতেই পকেট ফাঁকা
ধানের শীষে ভোট দিলে বাংলাদেশ জিতবে: জয়নুল আবেদীন