দেশের কৈলাশটিলা গ্যাসক্ষেত্র থেকে প্রতিদিন প্রায় ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস (এমএমসিএফডি) আবিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ২ মে তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য জানান।
তিনি স্ট্যাটাসে বলেন, ‘ঈদের আগে গ্যাস সরবরাহ সংক্রান্ত একটি ভালো খবর জানাতে চাই। আমাদের রাষ্ট্রীয় মালিকানাধীন সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডে প্রায় দুই কোটি ঘনফুট গ্যাস (প্রতিদিন) আবিষ্কার হয়েছে। ’
এদিকে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, এসজিএফএল জানিয়েছে ১০ মে থেকে জাতীয় গ্রিডে ১৭-১৯ এমএমসিএফডি গ্যাস সরবরাহ করা সম্ভব হবে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আশা করা হচ্ছে গ্যাসক্ষেত্রের বর্তমান অঞ্চলটি পরবর্তী কয়েক বছর ধরে গ্যাস উৎপাদন অব্যাহত রাখবে।
নসরুল হামিদ বলেন, গ্যাস অনুসন্ধান কার্যক্রম বাড়ানো হয়েছে এবং অনুভূমিক ও উল্লম্ব উভয় ড্রিলিংয়ের উদ্যোগ নেয়া হয়েছে।
তিনি বলেন, গভীর ড্রিলিং পরিচালনা করা সম্ভব হলে এটি আরও ভালো ফলাফল দেবে।
মন্ত্রী বলেন, কৈলাশটিলা গ্যাসক্ষেত্রে এখন পর্যন্ত সাতটি কূপ খনন করা হয়েছে যার মধ্যে ২টি এখন প্রায় ২৯ এমএমসিএফডি গ্যাস উৎপাদন করছে।
—ইউএনবি
আরও পড়ুন
গোপালগঞ্জে হামলা, প্রশাসনের গাফিলতি থাকলে ব্যবস্থা: সৈয়দা রেজওয়ানা
গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলায় প্রতিবাদে খুলনা মহানগরী জামায়াতের বিক্ষোভ
গোপালগঞ্জের ঘটনায় খুলনা উত্তপ্ত