October 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, May 5th, 2022, 7:35 pm

জার্সি নিলামে তুললেন আজাজ

অনলাইন ডেস্ক :

ক্রিকেট ইতিহাসে টেস্টে এক ইনিংসে ১০ উইকেট নিয়েছেন মাত্র তিনজন বোলার। জিম লেকার ও অনিল কুম্বলের পর তৃতীয় বোলার হিসেবে গত বছর এই কীর্তি গড়েন নিউজিল্যান্ডের আজাজ প্যাটেল। যে জার্সি পরে তিনি এই কীর্তি গড়েছিলেন, সেটি এবার ব্যবহৃত হতে যাচ্ছে মহৎ কাজে। একটি শিশু হাসপাতালের উন্নয়নের জন্য জার্সি নিলাম করেছেন আজাজ। এক সাক্ষাৎকারে আজাজ বলেছেন, ‘গত বছর মেয়ে অসুস্থ হওয়ায় কয়েক দিন ওই শিশু হাসপাতালে আমাকে ও আমার স্ত্রীকে থাকতে হয়েছিল। তখন হাসপাতালের সমস্যাগুলো চোখে পড়ে। ঠিক করি হাসপাতালের জন্য কিছু করব। আমাদের জন্য সেটা করার একমাত্র উপায় ছিল জার্সি নিলামে তোলা। ‘সেই জার্সিতে নিউজিল্যান্ডের সব ক্রিকেটারের স্বাক্ষর ছিল। নিলাম থেকে কত টাকা উঠেছে বা হাসপাতালকে কত টাকা দেওয়া হয়েছে সে বিষয়ে অবশ্য আজাজ বা হাসপাতালের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। উল্লেখ্য, ২০২১ সালের ডিসেম্বর মাসে ওয়াংখেড়েতে ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ১০ উইকেট নেন আজাজ। ইনিংসে ১০ উইকেট নেওয়া প্রথম বোলার ইংল্যান্ডের জিম লেকার। এই অফ স্পিনার ১৯৫৬ সালে ইংল্যান্ডের ম্যানচেস্টারে ইয়ান জনসনের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনিংসে ১০ উইকেট নিয়েছিলেন। এরপর ১৯৯৯ সালে দিল্লির ফিরোজ শাহ কোটলায় ওয়াসিম আকরামের নেতৃত্বাধীন পাকিস্তানের বিপক্ষে এই কীর্তি গড়েন ভারতের অনিল কুম্বলে।