January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, May 10th, 2022, 7:58 pm

জাতীয় ক্রীড়া পুরস্কার পাচ্ছেন শেখ জামাল

অনলাইন ডেস্ক :

জাতীয় ক্রীড়া পুরস্কার পাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা শহীদ লেফটেন্যান্ট শেখ জামাল। খেলোয়াড় ও সংগঠক হিসেবে অসামান্য অবদান রাখায় ২০২০ সালের জাতীয় ক্রীড়া পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেজো ছেলে শেখ জামাল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্রীড়াপ্রেমের কথা সুবিদিত। ক্রীড়া সংগঠক হিসেবে তার বড় ছেলে শেখ কামালের অবিস্মরণীয় কীর্তি হয়ে আজ বাংলাদেশের ক্রীড়া জগতে রাজত্ব করছে আবাহনী। তার মেজো ছেলে শেখ জামালও ফুটবলার হিসেবে সুমন কুড়িয়েছিলেন। ক্রীড়া সংগঠক হিসেবেও রেখেছেন অবদান। যার পরিপ্রেক্ষিতে ২০২০ সালের জাতীয় ক্রীড়া পুরস্কারে খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক হিসেবে মরণোত্তর জাতীয় ক্রীড়া পুরস্কার পাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা শহীদ লেফটেন্যান্ট শেখ জামাল। তার পক্ষে পুরস্কারটি গ্রহণ করবেন জাতীয় সংসদ সদস্য শেখ জুয়েল। মঙ্গলবার (১০ মে) জাতীয় ক্রীড়া পরিষদে জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদানবিষয়ক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমাদের চিঠি দিয়ে অবহিত করা হয়েছে বিষয়টি। শহীদ শেখ জামালের পুরস্কারটি গ্রহণ করবেন খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ জুয়েল।’ ২০১৬ সালে সবশেষ যেবার জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান করা হয়েছিল, সেবার এই পুরস্কার পেয়েছিলেন শহীদ শেখ কামাল। তার পক্ষে পুরস্কার গ্রহণ করেছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। এবারের পুরস্কার প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।