অনলাই্ন ডেস্ক :
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম লিপন আহমেদ তালুকদার (৩১), বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভবানীপুর গ্রামে। পিতার নাম লনু মিয়া তালুকদার।
স্থানীয় সময় বুধবার দুপুরে প্রসপেক্ট পার্ক সিটি হলের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে নিহত লিপনের খালাতো ভাই তারেক আহমেদ চৌধুরীর উদ্ধৃতি দিয়ে জানান সেখানকার সংবাদদাতা বিশ্বজিৎ দে বাবলু।
তিনি জানান, লিপন তার বাই-সাইকেল চালিয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি প্রাইভেট কার তাকে চাপা দেয়। সংবাদ পেয়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রসপেক্ট পার্ক সিটির কাউন্সিলম্যান মুহাম্মদ আবুল হোসেন সুরমান জানান, লিপন ৪ বছর আগে ইমিগ্র্যান্ট ভিসায় যুক্তরাষ্ট্রে এসেছিলেন। বাংলাদেশে তার স্ত্রী ও এক বছরের এক ছেলে যুক্তরাষ্ট্রে আসার অপেক্ষায় ছিলেন বলে জানা গেছে।
আরও পড়ুন
বিগত তিন নির্বাচনে দায়িত্ব পালনকারীদের এবার রাখা হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
টোল আদায়ে অনিয়মে হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা
রোমের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা