জেলা প্রতিনিধি, রংপুর :
রংপুরের গঙ্গাচড়ায় উপজেলা রাজস্ব প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১৯ মে) ভূমি সেবা সপ্তাহ (১৯-২৩) এর উদ্বোধন করা হয়েছে। “নিষ্কন্ঠক জমি বাড়ী করবো সবাই ই-নামজারী” এ প্রতিপাদ্যে সহকারি কমিশনার (ভূমি) এর কার্যালয় চত্ত্বরে বেলুন ও কবুতর উড়িয়ে ভূমি সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন পিএএ। পরে তিনি ফিতা কেটে নব নির্মিত হেল্প ডেক্স এর উদ্বোধন করেন। এ সময় সহকারি কমিশনার (ভূমি) নযন কুমার সাহা, প্রকৌশলী মজিদুল ইসলাম, সিনিযর মৎস কর্মকর্তা দীপা রানী বিশ্বাস, সমবায় কর্মকর্তা আবতাবুজ্জামান চয়ন, পিআইও মুনিমুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আখতার, তথ্য সেবা কর্মকর্তা তাসলীম খুশবী সরকার, জনস্বাস্থ্য প্রকৌশলী সারাবান তহুরাসহ ভূমি অফিসের কর্মচারী ও সেবা গ্রহনকারীগণ উপস্থিত ছিলেন। এছাড়া ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে ভূমিহীনদের মাঝে মুজিব বর্ষের ৩য় পর্যায়ের উপহারের ঘরের জমির দলিল ও নামজারীসহ বিভিন্ন সেবা সম্পন্ন কাগজ সেবা গ্রহনকারীদের হাতে তুলে দেওয়া হয়।
আরও পড়ুন
কোম্পানীগঞ্জে বিলুপ্ত পথে খেজুর গাছ ও রস!
প্রিপেইড মিটার বন্ধের দাবিতে রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন
রংপুরে নবানযোগ্য জ্বালানি প্রচারণা অনুষ্ঠিত