January 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, May 23rd, 2022, 7:43 pm

মাহির প্রযোজিত সিনেমায় নায়ক তাঁর স্বামী

অনলাইন ডেস্ক :

ঢাকাই সিনেমায় ব্যস্ততা কমেছে অভিনেত্রী মাহিয়া মাহির। লাইট ক্যামেরার সামনে সে ব্যস্ততা অনেকটাই কম। তবে একেবারে অভিনয় ছাড়েননি ‘অগ্নি’ এই অভিনেত্রী। এখন অভিনয়ের পাশাপাশি গাজীপুরে রেস্তোরাঁ ব্যবসায় সময় দিচ্ছেন তিনি। সিনেমা পাড়ায় গুঞ্জন, ধীরে ধীরে নাকি সিনেমা থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন মাহি। এ বিষয়ে একটি সংবাদমাধ্যমকে মাহি বলেন, ‘ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছি বলে অভিনয় ছাড়ছি, তা নয়। তবে ক্যারিয়ারের এই সময়ে এসে বছরে একটি অথবা দুটি সিনেমায় অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছি।’ সিনেমায় অভিনয়ের পাশাপাশি প্রযোজনায় (সিনেমায় অর্থ লগ্নি করা) নামতে চান ঢালিউডের ‘অগ্নিকন্যা’খ্যাত এই নায়িকা। তাঁর প্রযোজিত প্রথম সিনেমায় নায়ক হিসেবে স্বামী রাকিব সরকারকেই তার প্রথম পছন্দ। তবে কবে নাগাদ প্রযোজনায় আসতে চান- তা জানাননি মাহি। গত বছরের শেষের দিকে রাকিব সরকারকে বিয়ে করেন মাহি। স্বামীর পদবীও নিজের নামে যুক্ত করেন তিনি। তাঁর ফেসবুকে এখন শোভা পাচ্ছে মাহিয়া সরকার মাহি। এ বিষয়ে মাহি বলেছিলেন, “নিজের নামের সঙ্গে স্বামী রাকিব সরকারের ‘সরকার’ পদবি যুক্ত করতে চাইছিলাম। অবশেষে সেটি হয়েছে। এজন্য শোকর করলাম। ” মাহির স্বামী রাকিব সাবেক ছাত্রলীগ নেতা রাকিব সরকার। রাকিব সরকার গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেলের ছোট ভাই। এদিকে মাহিরও এটি দ্বিতীয় বিয়ে। এর আগে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি। ২০১৬ সালে বিয়ের পর পাঁচ বছর সংসার ২০২১ সালে মে মাসে ভেঙে যায়।