October 10, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, May 23rd, 2022, 8:24 pm

বিয়ানীবাজারে আপীলে বৈধতা ফিরে পেলেন ২৫ প্রার্থী

জেলা প্রতিনিধি, সিলেট:

তুচ্ছ কারণে শিকার হওয়া ২৫জন প্রার্থী আপীলে বৈধতা ফিরে পেয়েছেন। তারা আগামী ১৫জুন বিয়ানীবাজার পৌরসভার নির্বাচনে মেয়র-কাউন্সিলার প্রার্থী। প্রার্থীদের মধ্যে ৪ জন মেয়র এবং অপর ২১জন কাউন্সিলার প্রার্থী।

সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত শুনানীতে তারা বৈধতা ফিরে পান।

গত ১৯ মে যাচাইবাচাই শেষে রিটার্নিং কর্মকর্তা মো. আলমগীর হোসেন তুচ্ছ কারণে তাদের মনোনয়ন অবৈধ ঘোষণা করেন। এতে সর্বত্র ক্ষোভের সৃষ্টি হয়।

মনোনয়ন অবৈধ হওয়া প্রার্থীরা জেলা প্রশাসক বরাবর ১৯ মে আপিল করেন। মনোনয়নপত্রে একটি কলাম পুরণ না করায় বৈধ ঘোষনার সুযোগ থাকা স্বত্ত্বেও রিটার্নিং কর্মকর্তা প্রতিদ্বন্ধি প্রার্থীদের প্রার্থীতা বাতিল ঘোষণা করেন।

বিয়ানীবাজার পৌরসভার নির্বাচন আগামী ১৫ জুন ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত হবে। প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ দেয়া হবে ২৭ মে।