জেলা প্রতিনিধি, রংপুর :
রংপুরের গঙ্গাচড়ায় মঙ্গলবার (৩১ মে) সকাল অনুমান ১১ টার দিকে ৩ কৃষকের বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। উপজেলার গজঘণ্টা ইউনিয়নের ছালাপাক গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে সকাল অনুমান ১১ টার দিকে কামাল, কামরুল ও সাজু মিয়ার বাড়িতে হঠাৎ আগুন দেখতে পান। দ্রুত লোকজন সেখানে গিয়ে আগুন নিভানোর চেষ্টা করেন। কিন্তু নিমিষেই বাড়ির আধাপকা ৯ টি ঘর পুড়ে ছাই হয়। বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে এলাকাবাসী জানান। কামাল, কামরুল ও সাজু জানান, তারা ৩ ভাই একত্রে আধাপাকা বাড়ি করে বসবাস করে আসছিলেন। তাদের এখন সব পুড়ে নিঃস্ব। তারা আরো জানান, তাদের নগদ ১ লক্ষ ১০ হাজার টাকা, ধান, চাল, ভুট্টা, বাদাম, আসবাবপত্র, পড়নের কাপড় সমস্ত পুড়ে যায়। এতে প্রায় ৪০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এদিকে আগুনের খবর পেয়ে গঙ্গাচড়া ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে গিয়ে আগুন অন্যবাড়িতে লাগার আগে নিয়ন্ত্রণে আনে। অপরদিকে উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন পিএএ ও গজঘন্টা ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী ঘটনাস্থলে যান। উপজেলা নির্বাহী অফিসার ৪ হাজার ও ইউপি চেয়ারম্যান ২ হাজার টাকা কাপড় ক্রয়ের জন্য সহায়তা দেন।
আরও পড়ুন
গাজীপুরে কারখানায় বয়লার বিস্ফোরণ, আহত ১২ শ্রমিক
কমলগঞ্জে আধুনিক চাষাবাদের বিস্তারে হারিয়ে যাচ্ছে আখ চাষ
সাংবাদিক ও গণমাধ্যমের সুরক্ষা নিশ্চিত করা হবে –রংপুরে গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান কামাল আহমেদ