সিলেটের জৈন্তাপুর উপজেলায় ভারী বৃষ্টিপাতে টিলা ধসে একই পরিারের চারজনের মৃত্যু হয়েছে। সোমবার ভোররাত ৪টার দিকে উপজেলার চিকনাগুল ইউনিয়নের সাতজনিন গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- একই গ্রামের বাসিন্দা আব্দুল করিমের ছেলে জাবেদ আহমদ (৩৫,) তার স্ত্রী সুমী বেগম (৩০), ভাতিজা সাফি আহমদ (৫) ও ভাবী শামীমারা বেগম (৪৮)।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগির আহমদ বলেন, রাতভর ভারী বৃষ্টিপাতে টিলা ধসে ঘরের ওপর পড়ে। এ সময় ঘুমন্ত অবস্থায় শিশুসহ ওই পরিবারের চারজন নিহত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের লাশ উদ্ধার করেন।
এছাড়া এ ঘটনায় পরিবারের আরও কয়েকজন সদস্য আহত হয়েছেন। তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
—ইউএনবি
আরও পড়ুন
কাতারের আমিরকে ধন্যবাদ দিয়ে যা বললেন তারেক রহমান
শীতের সবজির বাজারে স্বস্তি, কমেছে পেঁয়াজ,ডিম-মুরগির দামও
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার