January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, June 6th, 2022, 1:17 pm

সিলেটে ভারী বৃষ্টিপাতে টিলা ধসে একই পরিবারের নিহত ৪

সিলেটের জৈন্তাপুর উপজেলায় ভারী বৃষ্টিপাতে টিলা ধসে একই পরিারের চারজনের মৃত্যু হয়েছে। সোমবার ভোররাত ৪টার দিকে উপজেলার চিকনাগুল ইউনিয়নের সাতজনিন গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- একই গ্রামের বাসিন্দা আব্দুল করিমের ছেলে জাবেদ আহমদ (৩৫,) তার স্ত্রী সুমী বেগম (৩০), ভাতিজা সাফি আহমদ (৫) ও ভাবী শামীমারা বেগম (৪৮)।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগির আহমদ বলেন, রাতভর ভারী বৃষ্টিপাতে টিলা ধসে ঘরের ওপর পড়ে। এ সময় ঘুমন্ত অবস্থায় শিশুসহ ওই পরিবারের চারজন নিহত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের লাশ উদ্ধার করেন।
এছাড়া এ ঘটনায় পরিবারের আরও কয়েকজন সদস্য আহত হয়েছেন। তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

—ইউএনবি