প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের একদিন পর ২৬ জুন সকাল ৬টায় যান চলাচলের জন্য পদ্মা সেতু খুলে দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রবিবার পদ্মা সেতু সার্ভিস এরিয়া ভবনে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ ঘোষণা দেন।
তিনি বলেন, ২৫ জুন সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে সেতুটির উদ্বোধন করা হবে।
স্বপ্নের এ সেতু নির্মাণে কোনো দুর্নীতি হয়নি দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘সমালোচনা শুধু আমাদের সংকল্প দৃঢ় করেছে এবং বিশ্বব্যাংকও তাদের ভুল স্বীকার করেছে।’
—ইউএনবি
আরও পড়ুন
রানওয়েতে বিমানের যান্ত্রিক ত্রুটি, ২ ঘণ্টা বন্ধ ছিল শাহ আমানত
কারা নির্বাচনে অংশ নিতে পারবেন না, জানালেন অ্যাটর্নি জেনারেল
১৫ বছরের সাংবাদিকতা নিয়ে তদন্ত হবে : প্রেস সচিব