প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের একদিন পর ২৬ জুন সকাল ৬টায় যান চলাচলের জন্য পদ্মা সেতু খুলে দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রবিবার পদ্মা সেতু সার্ভিস এরিয়া ভবনে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ ঘোষণা দেন।
তিনি বলেন, ২৫ জুন সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে সেতুটির উদ্বোধন করা হবে।
স্বপ্নের এ সেতু নির্মাণে কোনো দুর্নীতি হয়নি দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘সমালোচনা শুধু আমাদের সংকল্প দৃঢ় করেছে এবং বিশ্বব্যাংকও তাদের ভুল স্বীকার করেছে।’
—ইউএনবি
আরও পড়ুন
সরকারের সংস্কার এজেন্ডা সমর্থন করছে ইআইবি
এই সরকারের স্থানীয় সরকার নির্বাচন করার ম্যান্ডেট নেই: বিএনপি
রংপুর পুলিশের পৃথক দুটি অভিযানে মাদকসহ আটক-৩, ধর্ষক গ্রেফতার করেছে র্যার ১৩