অনলাই্ন ডেস্ক :
বিশ্ব করোনায় ৫৬০ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃত্যু সংখ্যা ৬৩ লাখ ৩১ হাজার ছাড়াল। আগের দিন রবিবার মৃতের সংখ্যা ছিল ৬৩ লাখ ৩০ হাজার ৯৩৪ জন।
বৈশ্বিক ডাটা অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫৪ কোটি পাঁচ লাখ ৬১ হাজার ৪০ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬৩ লাখ ৩১ হাজার ৪৯৪ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা আট কোটি ৭৩ লাখ ২১ হাজার ৭০৩ জন এবং মৃত্যুবরণ করেছে ১০ লাখ ৩৫ হাজার ৮৪৭ জন।
রাশিয়ায় এই পর্যন্ত মোট শনাক্ত হয়েছে এক কোটি ৭৯ লাখ ৮৯ হাজার ৬৫ জন এবং মৃতের সংখ্যা তিন লাখ ৬৯ হাজার ৯৬১ জনে পৌঁছেছে।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৩২ লাখ ২২ হাজার ১৭ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৪ হাজার ৭৫৭ জনে।
ব্রাজিল এ পর্যন্ত তিন কোটি ১৪ লাথ ৫৬ হাজার ৮৬৫ জন করোনা শনাক্ত হয়েছে। এর পাশাপাশি মৃত্যুবরণ করেছে ছয় লাখ ৬৮ হাজার ১৭৭ জন।
আরও পড়ুন
ট্রাম্পের হোটেলের সামনে টেসলার গাড়ি বিস্ফোরিত, চালক নিহত
সিগারেট খাওয়া ক্ষতিকর, সেটা নিষিদ্ধ হোক : শাহরুখ খান
যুক্তরাষ্ট্রে নববর্ষ উদযাপনের সময় গাড়িচাপা, নিহত ১০