October 5, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, June 13th, 2022, 1:43 pm

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে অস্ত্রভান্ডারে রাশিয়ার হামলা, সেভরোদনেৎস্কে প্রচন্ড লড়াই চলছে

অনলাই্ন ডেস্ক :

রাশিয়ার সামরিক বাহিনী রোববার জানিয়েছে, তারা ইউক্রেনের পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইইউ’র সরবরাহ করা অস্ত্রের গুদামে হামলা চালিয়েছে।
এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলে যুদ্ধের প্রচন্ডতা আরও বেড়ে গেছে। দেশটির শীর্ষ কমান্ডার বলেছেন, সেখানের ভূমি ‘রক্তে ঢেকে গেছে।’ খবর এএফপি’র।
আঞ্চলিক গভর্নর জানান, চরৎকিভ শহরে হামলায় ২২ জন আহত হয়েছে। তুলনামূলকভাবে শান্ত ইউক্রেনের পশ্চিমাঞ্চলে এটি ছিল রাশিয়ার একটি বিরল হামলার ঘটনা।
আঞ্চলিক গভর্নর সার্গি গইদে জানান, রুশ সৈন্যরা সেভারোদনেৎস্ক নগরীর দ্বিতীয় আরেকটি সেতু ধ্বংস করে ফেলার পর নগরীর যুদ্ধ পরিস্থিতির ‘একেবারে জটিল আকার’ ধারণ করেছে এবং সেখানে প্রচ- লড়াই চলছে।
ইউক্রেনে রুশ আগ্রাসনের পর সেখানে কয়েক হাজার সৈন্য ও বেসামরিক নাগরিক নিহত হয়েছে এবং লাখ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে।