January 20, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, June 27th, 2022, 7:37 pm

বাবার সিনেমায় অভিনয়ে মেয়ে

অনলাইন ডেস্ক :

বাবা বনি কাপুর প্রযোজিত ছবিতে অভিনয় করতে যাচ্ছেন জাহ্নবী। ছবির নাম ‘মিলি’। অনেকেই জানেন, বনি কাপুর বলিউডের খ্যাতিমান প্রযোজকের একজন। যার প্রযোজিত ছবিতে জাহ্নবী কাপুরের মা শ্রীদেবী থেকে শুরু করে চাচা অনিল কাপুর, সঞ্জয় কাপুরসহ অসংখ্য তারকা অভিনয় করে দর্শক প্রশংসা কুড়িয়েছেন। এবার জাহ্নবী কাপুর তাঁর বাবার প্রযোজিত ছবিতে অভিনয় করে দর্শকের কতটা প্রশংসা কুড়াতে পারেন সেটাই দেখার অপেক্ষায় ভক্তরা। জানা গেছে, শুধু প্রযোজক হিসেবে নয়, এই অভিনেত্রী তাঁর বাবাকে একটি বিজ্ঞাপনেও মডেল হিসেবে পেয়েছেন। এর আগে কেউই বনি কাপুরকে বিজ্ঞাপন কিংবা সিনেমায় সহ-অভিনেতা হিসেবে পাননি। সেই সৌভাগ্যের অধিকারী হচ্ছেন শুধু জাহ্নবী কাপুর। তাই বিষয়টি নিয়ে দারুণ উচ্ছ্বসিত এই অভিনেত্রী। এ নিয়ে তিনি বলেছেন, “এটা আমার জন্য অন্য রকম এক প্রাপ্তি। শুধু বাবার ছবি বলে নয়, বলিউডের একজন বড় মাপের প্রযোজকের সঙ্গে কাজের অভিজ্ঞতা হবে- এ বিষয়টাও ভেবে আনন্দটা বেড়ে গেছে। যাঁর প্রযোজনায় ‘হাম পাঁচ’ থেকে শুরু করে ‘মিস্টার ইন্ডিয়া’, ‘রূপ কি রানী চোর কা রাজা’, ‘জুদাই’, ‘স্রিফ তুম’, ‘কোম্পানি’, ‘নো এন্ট্রি’, ‘ওয়ান্টেড’, ‘মম’সহ অসংখ্য জনপ্রিয় সিনেমা নির্মিত হয়েছে। তাঁর কাছে দর্শকের প্রত্যাশাও থাকে বেশি। যে জন্য বাবার ছবিতে কাজ করা যতটা আনন্দের, ততটাই চ্যালেঞ্জিং। সেই চ্যালেঞ্জ এবং নিজের সেরা অভিনয় তুলে ধরতেই ‘মিলি’ ছবিতে কাজ করছি। আশা করছি, ছবিটি দর্শককে নিরাশ করবে না। “