January 20, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, June 27th, 2022, 7:39 pm

প্রেম নিয়ে মুখ খুললেন সন্দীপ্তা

অনলাইন ডেস্ক :

অভিনেতা রাহুল ব্যানার্জির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। এ নিয়ে আলোচনা কম হয়নি। কিন্তু এ সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন তারা। রাহুল পর্বের ইতি টেনে নতুন প্রেমের সম্পর্কে জড়িয়েছেন সন্দীপ্তা। প্রেমিক সৌম্য মুখার্জিকে নিয়ে উড়ে গিয়েছিলেন ফিলিপাইনে। প্রেমিকের সঙ্গে বিদেশ ভ্রমণের ছবি প্রকাশ্যে আসলেও সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন সন্দীপ্তা। অবশেষে সব জল্পনার ইতি টেনে নতুন প্রেমের কথা স্বীকার করলেন এই অভিনেত্রী। ভারতীয় একটি সংবাদমাধ্যমে সন্দীপ্তা বলেন ‘এক বন্ধুর মিউজিক ভিডিও প্রকাশনা অনুষ্ঠানে গিয়ে সৌম্যর সঙ্গে দেখা হয়। এটি প্রায় বছরখানেক আগের ঘটনা। প্রথমে বন্ধুত্ব, পরে প্রেম। আমি ও সৌম্য গত কয়েক মাস ধরে সম্পর্কে রয়েছি।’ আপাতত চুটিয়ে প্রেম করছেন সন্দীপ্তা-সৌম্য। বিয়ে কবে করছেন? এমন প্রশ্নের জবাবে এই অভিনেত্রী বলেন ‘সেটা এখনো ঠিক করিনি। তবে বিয়ের পরিকল্পনা করলে সবাইকে বলেই করব।’ সন্দীপ্তাকে এ নামেই ডাকেন সৌম্য। টলিপাড়ায় এই নামেই বেশি পরিচিত এই নায়িকা। সন্দীপ্তা বলেন, ‘‘মা খুব খুশি। ‘সন্দীপ্তা’ নামটা তো মা-ই দিয়েছিল। তাই কাউকে স্পষ্টভাবে ‘সন্দীপ্তা’ বলে ডাকতে দেখলে মা আনন্দ পান। আমিও ওকে সৌম্য বলেই ডাকি।’’ ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের চিফ অপারেটিং অফিসার হিসেবে কর্মরত সন্দীপ্তার প্রেমিক সৌম্য মুখার্জি। ‘দ্য একেন’ সিনেমার সৃজনশীল প্রযোজকও ছিলেন তিনি।