রাজধানীর মোহাম্মদপুর এলাকায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বাড়িতে আগুন লেগে ৪৬ বছর বয়সী এক নারী ও তার ২৫ বছর বয়সী ছেলে গুরুতর দগ্ধ হয়েছেন।
দগ্ধরা হলেন- আম্বিয়া খাতুন ও তার ছেলে কাজল।
দগ্ধদের মধ্যে মা আম্বিয়া শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন, তার শরীরের ৫০ শতাংশ পুড়ে গেছে এবং কাজলকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া এবং হাসপাতাল পুলিশ ফাঁড়ি।
আম্বিয়ার পরিবারের সদস্য ও পুলিশ জানায়, সকাল ৬টার দিকে নবীনগর হাউজিং সোসাইটির টিনশেডের ঘরে আম্বিয়া চুলা জ্বালানোর চেষ্টা করলে আগুন লেগে যায়, এতে তিনি দগ্ধ হন। কাজল তার মাকে বাঁচাতে গিয়ে আগুনে সামান্য আহত হন।
—ইউএনবি
আরও পড়ুন
কোম্পানীগঞ্জে বিলুপ্ত পথে খেজুর গাছ ও রস!
প্রিপেইড মিটার বন্ধের দাবিতে রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন
রংপুরে নবানযোগ্য জ্বালানি প্রচারণা অনুষ্ঠিত