সিলেটে ৬২ বছরের মধ্যে চলতি বছরের জুন মাসে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে সিলেট আবহাওয়া অফিসের কর্মকর্তারা জানিয়েছেন।
জেলায় গত মাসে ২৪৫৬ দশমিক ০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা ১৯৫৬ সালের পরে রেকর্ড করা সর্বোচ্চ বৃষ্টিপাত।
সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, জুন মাসে সিলেটে স্বাভাবিকগড় বৃষ্টিপাতের পরিমাণ ৮১৮ দশমিক ৪ মিলিমিটার। কিন্তু এ বছরের জুন মাসে এখানে ১৪৫৬ দশমিক ০২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যা স্বাভাবিকের চেয়ে ৬৩৭ দশমিক ৬২ মিলিমিটার বেশি। শতকরা হিসেবে প্রায় ৭৭ দশমিক ৭৮ ভাগ বেশি বৃষ্টিপাত হয়েছে এবারের জুন মাসে।
সিলেট আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বলেন, ‘এবারের জুন মাসে অস্বাভাবিক বৃষ্টি হয়েছে। জুন মাসে গড়ে ২২দিন বৃষ্টি হয়; কিন্তু এবার হয়েছে ২৮ দিন। এ মাসে বৃষ্টির পরিমাণঅনেক বেড়েছে। এর আগে ২০০৪ সালে জুন মাসে সর্বোচ্চ ১৩৯৪মিলিমিটার বৃষ্টি হয়েছিল।’
তিনি জানান, এ বছরের জুন মাসের ১৮ তারিখে ৩০৩ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টি হয়। এ ছাড়া একশ’ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে ১৭ জুন (১০৯ মি.মি.) ও ২৭ জুন (১১০ মি.মি.)।
—ইউএনবি
আরও পড়ুন
আওয়ামী লীগ দেশের ওলামাদের নিয়ে তাচ্ছিল্য করেছে —রংপুরে শামসুজ্জামান দুদ
রংপুরে এক্্র ক্যাডেটস্্ মিলনমেলা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জে অস্ত্রসহ ব্যবসায়ীকে আটক করলো সেনাবাহীনী