January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 6th, 2022, 1:40 pm

মহানন্দা নদীতে যুবকদের জালে উঠল ৩২ কেজির বাঘাইড় মাছ!

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মহানন্দা নদীতে সম্প্রতি একদল যুবকের জালে ৩২ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে।

এব্যাপারে বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত ই খুদা মিলন জানান, তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষিণ কাশিমগঞ্জ গ্রামের সোহাগ, আনিছুর, মনছুর, বকুলসহ কয়েকজন যুবক মহানন্দা নদীতে মাছ ধরতে যায়। নদীর পানিতে বড় মাছের অবস্থান টের পেয়ে তারা জাল ফেলেন। এক পর্যায়ে জাল দিয়ে মাছটি ধরে নদীর পাড়ে নিয়ে আসেন। মাছটি বাসায় নিয়ে আসলে উৎসুক জনতা মাছটি এক নজর দেখতে ভিড় জমান।

মাছ ধরা দলের সদস্য বকুল, আনিছুর ও মনছুর জানান, শখের বসে বন্ধুরা মিলে প্রতিবছর মহানন্দায় মাছ ধরতে যাই। এর আগেও বাঘাইড় মাছ ধরেছি। তবে এবারের বাঘাইড় মাছটি বড়। কিছু মাছ নিজেদের জন্যে রেখে অবশিষ্ট মাছ প্রতি কেজি ১৫০০ টাকা দরে বাজারে বিক্রি করা হয়েছে। নদী থেকে বড় মাছ ধরতে পারাটা সত্যিই আনন্দের।

—ইউএনবি