অনলাইন ডেস্ক :
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন তার নিজ দল কনজারভেটিভ পার্টির প্রধান নেতার পদ থেকে পদত্যাগ করেছেন। খবর বিবিসির।
প্রধানমন্ত্রীর সরকারি দপ্তরে পদত্যাগ করার আনুষ্ঠানিক ঘোষণা দেন বরিস।
ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির প্রধান নেতার পদ থেকে পদত্যাগ করায় এখন প্রধানমন্ত্রিত্বও থাকবে না বরিস জনসনের। তবে কনজারভেটিভ পার্টির নতুন নেতা নির্বাচনের আগ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে যাবেন।
তিনি আরও জানিয়েছেন, তিনি কনজারভেটিভ পার্টির ১৯২২ কমিটির প্রধান স্যার গ্রাহাম ব্র্যাডির সঙ্গে কথা বলেছেন। তাকে তিনি বলেছেন, নতুন নেতা খোঁজার প্রক্রিয়া এখনই শুরু করা উচিত এবং আগামী সপ্তাহে এ নিয়ে কাজ করার দিন তারিখ ঠিক করা হবে।
তাছাড়া যেসব মন্ত্রী পদত্যাগ করেছেন সেসব মন্ত্রণালয়ে নতুন মন্ত্রী নিয়োগ করার কথাও জানিয়েছেন তিনি।
বরিস জনসন সর্বশেষ জানিয়েছেন, তিনি বিশ্বের সবচেয়ে সেরা কাজটি ছেড়ে দেওয়ায় অত্যন্ত দুঃখিত। তবে তিনি বিষয়টি মেনে নিয়েছেন।
সূত্র: বিবিসি
আরও পড়ুন
গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা বিএনপির লক্ষ্য: সালাহউদ্দিন আহমদ
জয়ে শুরু বাংলাদেশের এশিয়া কাপ
ফরিদা পারভীনের শারীরিক অবস্থার অবনতি