জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোনে কলে কাপ্তাই হ্রদে আটকে পড়া শিশুসহ ২০ সদস্যের একটি পর্যটক দলকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে তাদের উদ্ধার করে রাঙ্গামাটি জেলা পুলিশ।
রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম জানান, বৃহস্পতিবার চট্টগ্রামের আগ্রাবাদ থেকে রাঙ্গামাটিতে বেড়াতে আসা ২০ সদস্যের পর্যটকের একটি দল রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে বেড়ানোর পর বিকালের দিকে ফেরার পথে ইঞ্জিন চালিত নৌকার তেল ফুরিয়ে গেলে তারা হ্রদের মাঝখানে আটকে পড়ে। সেখান থেকে একজন ৯৯৯ এ কল দিলে বিষয়টি রাঙ্গামাটি জেলা পুলিশকে জানায়।
তিনি জানান, খবর পেয়ে জেলা পুলিশের একটি টিম পর্যটকের দলটিকে রাঙ্গামাটি কাপ্তাই লেকের পেদা টিং টিং এলাকা থেকে আনুমানিক রাত ৮টার দিকে উদ্ধার করে রাঙ্গামাটি জেলা পুলিশের পলওয়েল পার্কে নিয়ে আসে।
উদ্ধার হওয়া পর্যটক মো. রাশেদ বলেন, বৃহস্পতিবার কাপ্তাই হ্রদে বেড়ানোর পর ফেরার পথে ইঞ্জিন চালিত নৌকার তেল ফুরিয়ে গেলে কাপ্তাই হ্রদে আটকে পড়ি। এই সময় প্রচণ্ড বৃষ্টি, হ্রদে বড় বড় ঢেউ এবং বাতাসের গতিবেগে আমরা সবাই খুবই ভয় পেয়ে যাই এবং বোটে থাকা শিশুসহ সবাই প্রাণভয়ে কান্না করতে থাকে। এ সময় আমি ৯৯৯ এ কল দিয়ে বিষয়টি জানালে রাঙ্গামাটি জেলা পুলিশের একটি টিম আমাদের এসে উদ্ধার করে।
—ইউএনবি

আরও পড়ুন
হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে আপিলে যাবে প্রসিকিউশন
শেখ হাসিনার সম্পদের প্রতি লোভ ছিল; তিনি প্রতারণা করেছেন: রায়ের পর্যবেক্ষণে বিচারক
প্লট দুর্নীতির মামলায় জয়-পুতুলের পাঁচ বছরের কারাদণ্ড