যশোর সদরে নিজেদের মালবাহী ট্রলি চাকায় পিষ্ট হয়ে দুই চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। রবিবার সকালে সদর উপজেলার জিরাট গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো-ট্রলিচালক কামাল হোসেনের মেয়ে জাহিয়া খাতুন (৪) ও জামাল হোসেনের ছেলে আবু হুরায়রা (২)। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।
জাহিয়া খাতুনের বাবা কামাল হোসেন বলেন, প্রতিদিনের মত বাড়ি থেকে ট্রলি নিয়ে মাটি টানার উদ্দেশ্যে বের হচ্ছিলাম। তখন খেয়াল করিনি পেছনে কেউ আছে কি না। যখন গাড়ি পেছনের দিকে নিতে যাই তখন বাঁধা অনুভব করছিল। বারবার পেছনের দিকে গাড়ি নিতে যাচ্ছিলাম। তখন না গেলে গাড়ি থেকে নেমে দেখি আমার শিশু বাচ্চা জাহিয়া আর ভাইয়ের ছেলে পিষ্ট হয়ে চাকার সঙ্গে এঁটে আছে।
কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ট্রলি যখন চালু করা হয় তখন গাড়ির ব্যাপক আওয়াজ হয়, সেই আওয়াজের মধ্যে তাদের চিৎকার শুনতে পাইনি। মৃত্যুর আগে কতই না যন্ত্রণা পেয়েছে আমাদের কলিজার টুকরারা।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ঘটনাটি জানার পর স্থানীয় পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পারিবারিক একটা দুর্ঘটনার শিকার হয়েছে দুই শিশু। স্বজনদের কোন অভিযোগ না থাকায় শিশু দুটির মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
—ইউএনবি
আরও পড়ুন
কুলাউড়ায় সভাপতির পদত্যাগ নিয়ে চা-শ্রমিকদের উত্তেজনা!
বর্তমান সরকার আওয়ামী স্বৈরাচারী সরকারের চাইতে বড় স্বৈরাচার- কাদের সিদ্দিকী
নাসিরনগরে ৭৩ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান