January 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, July 18th, 2022, 7:51 pm

সাইফ পুত্র ও অর্জুন কন্যার প্রেমের গুঞ্জন

অনলাইন ডেস্ক :

বলিপাড়ায় উঠেছে আবারও প্রেমের গুঞ্জন। শোনা যাচ্ছে, গোপনে একে অপরের সঙ্গে প্রেম করছেন সাইফ আলি খান পুত্র ইব্রাহিম আলি খান ও অর্জুন রামপাল কন্যা মাহিকা রামপাল। সম্প্রতি সোশ্যাল হ্যান্ডেলে মাহিকা শেয়ার করেছেন একটি ছবি। যেখানে তার সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা মিলেছে ইব্রাহিমকে। একই বর্ণের পোশাকে লন্ডনের একটি ক্লাবে মধ্যরাতে কালো টিউব টপ ও কালো ট্রাউজারে ঝকঝকে সাইফ পুত্র ইব্রাহিম এবং অর্জুন কন্যা মাহিকাকে বেশি ঘনিষ্ঠ অবস্থাতেই দেখা গিয়েছে। আর সেই থেকেই জোর গুঞ্জন মাহিকা ও ইব্রাহিমের প্রেম নিয়ে। তাহলে কি সাইফ এবং অর্জুন খুব শীঘ্রই আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হতে চলেছেন? এই নিয়েও জল্পনা তুঙ্গে। যদিও এটাই প্রথম নয়, এর আগেও বহুবার মাহিকার একাধিক পার্টির ছবি ভাইরাল হয়েছিল। মাহিকা এখনো বলিউডে আত্মপ্রকাশ করেননি। এমনকি তার ভবিষ্যত গন্তব্য কী, সেটাও এখনো স্পষ্ট নয়। তবে মাহিকার জনপ্রিয়তা তুঙ্গে, সোশ্যাল হ্যান্ডেলে দুর্দান্ত ফ্যান ফলোয়ার্স তার। অন্যদিকে ইব্রাহিম আলি খান এখনও সরাসরি বলিউডে আত্মপ্রকাশ না করলেও, করণ জোহরের ‘রকি অউর রানী প্রেম কাহিনী’ ছবিতে সহ-পরিচালকের ভূমিকায় রয়েছেন তিনি। কিন্তু বলিউডে আত্মপ্রকাশ না করলেও এই তরুণ স্টারকিড ক্রমাগতই সংবাদের শিরোনাম হচ্ছেন।