অনলাইন ডেস্ক :
জীবনের নতুন অধ্যায় শুরু হচ্ছে বলে জানিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। নতুন এই যাত্রার শুরুতে সবার কাছে তাই চেয়েছেন দোয়া। অপু বিশ্বাস বলেন, ‘নিউ জার্নি, নিউ লাইফ, সবার কাছে দোয়া চাই।’ সম্প্রতি সরকারি অনুদান পেয়েছেন অপু বিশ্বাস। চলচ্চিত্র নির্মাণের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে তাকে ৬৫ লাখ টাকা দেওয়া হয়েছে। গত বুধবার মন্ত্রণালয়ের সভাকক্ষে অপু বিশ্বাসের হাতে অনুদানের চেক তুলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব। এ সময়ের ছবিটি ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে লিখেন, ‘নিউ জার্নি, নিউ লাইফ, সবার কাছে দোয়া চাই।’ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে অপু আরও লেখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানাই বাংলা চলচ্চিত্রের পাশে থাকার জন্য, আশা করি সব সময় বাংলা চলচ্চিত্রের পাশে এভাবেই আপনাকে পাশে পাবো। জয় হোক বাংলা চলচ্চিত্রের।’ ২০২১-২২ অর্থবছরে মোট ১৯টি সিনেমার জন্য অনুদান দেওয়া হয়েছে। এই তালিকায় রয়েছে অপু বিশ্বাসও। ‘লাল শাড়ি’ সিনেমার জন্য অনুদান পেয়েছেন তিনি। ছবিটি নির্মাণ করবেন বন্ধন বিশ্বাস। প্রযোজনার পাশাপাশি ছবিটিতে অভিনয়ও করবেন তিনি।
আরও পড়ুন
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!
সাকিব এবং তামিমের বিদায় নিশ্চিত হয়েই গেল
প্রথমদিনেই বক্স অফিসে বাজিমাত