January 14, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, July 21st, 2022, 8:37 pm

পাপুয়া নিউগিনিতে সংঘর্ষে নিহত ১৮

অনলাইন ডেস্ক :

পাপুয়া নিউগিনির পাহাড়িয়া এলাকায় স্থানীয় উপজাতিদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। পরিস্থিতি এড়াতে প্রধানমন্ত্রী জেমস মারাপি বৃহস্পতিবার (২১ জুলাই) ‘জরুরি অবস্থা’ জারি করেন। খবর এএফপির।স্থানীয় পুলিশ প্রধান জর্জ ককাস জানান, গত মঙ্গলবার পরগারা শহরের কাছে ভয়াবহ সংঘর্ষে ১৩ পুরুষ ও ৫ নারী নিহত হন। তাদের রামদা ও কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।এনগা অঞ্চলের অসমতল জঙ্গলে স্থানীয় উপজাতিদের মধ্যে প্রায় সংঘর্ষ ঘটতে দেখা যায়। জমি, প্রাকৃতিক সম্পদ বা অন্য বিরোধকে কেন্দ্র করে তাদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এসব সংঘর্ষের কোনটি আবার চরম আকার ধারন করে এবং গণ হত্যার কারণ হয়ে দাঁড়ায়।প্রধানমন্ত্রী মারাপি বলেন, মঙ্গলবারের সংঘর্ষের সাথে দেশের চলমান নির্বাচনী প্রচারণার কোনো যোগসূত্র নেই বলে ধারণা করা হচ্ছে।তিনি বলেন, প্রয়োজনীয় বিশেষ সহযোগিতার স্বার্থে কেবল পরগারা না, অন্য অনেক এলাকাতে আমরা সামরিক ও পুলিশ বাহিনীর আরও সদস্য মোতায়েনের কথা বলে দিয়েছি।তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে পরগারা এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। সেখানে হত্যার ঘটনা উপজাতিদের মধ্যে ধারাবাহিক লড়াইয়ের সঙ্গে সম্পৃক্ত।