অনলাইন ডেস্ক :
‘চল রাতকে করি ভোর’ শিরোনামের একটি মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন কলকাতার নায়িকা পূজা ব্যানার্জি। তাপসের কথা, সুর ও সংগীতায়োজনে নতুন এ গানটিতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী হাসিব। ‘চল রাতকে করি ভোর, আমি হয়ে গেছি তোর’Ñএমন কথার রোমান্টিক গানটিতে পূজা ব্যানার্জির সঙ্গী হয়েছেন বাংলাদেশের মডেল নিবিড়। সংগীতশিল্পী হাসিব বলেন, ‘আমার শুরুটা যেহেতু ব্যান্ড থেকে, এ গানটা আমার ঘরানার সঙ্গে খুব যায়। এ রকম একটা ফাঙ্কি পপ গান পেয়েছি, তাই অন্যরকম ভালো লাগা ও প্রত্যাশা কাজ করছে।’ গানের মিউজিক ভিডিও প্রযোজনা ও এর স্টাইলিং করেছেন ফারজানা মুন্নী। টিম রেকর্ডসের ইউটিউবে প্রকাশ হয়েছে গানটি।

আরও পড়ুন
প্রথমবার চঞ্চলের সঙ্গে জুটি বাঁধছেন পরীমনি
‘সুলতানাস ড্রিম’ দেখা যাবে স্টার সিনেপ্লেক্সে
পরীমনি থেকে মুক্তি চান আসিফ, প্রশ্ন জেমস-শাকিবের কাছেও