অনলাইন ডেস্ক :
দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য এবং ইউরোপে নতুন করে সংক্রমণ বৃদ্ধির মধ্যে দিয়ে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ৫৭ কোটি ৩৬ লাখের বেশি।
বৈশ্বিক ডাটা অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫৭ কোটি ৩৬ লাখ ৫০ হাজার ৪৭৮ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬৪ লাখ ৯৭৮ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৯ কোটি ২২ লাখ ৪৫ হাজার ৮৩৯ জন এবং মৃত্যুবরণ করেছে ১০ লাখ ৫১ হাজার ৯১২ জন।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৩৮ লাখ ৪৭ হাজার ৬৫ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৫ হাজার ৯৩০ জনে।
আরও পড়ুন
৫ কোটি টাকার সম্পদ-প্লট জালিয়াতির অভিযোগে বিচারপতি মানিকের বিরুদ্ধে মামলা
জাকসু নির্বাচনে নজরুল হলে এখনো চলছে ভোটগ্রহণ
ট্রাম্পের সহযোগী চার্লি কার্ক গুলিতে নিহত