January 20, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, July 24th, 2022, 7:45 pm

আদর্শবান ও কেয়ারিং একজনকে বিয়ে করতে চান অপু

অনলাইন ডেস্ক :

কয়েক দিন আগেই রটেছে শাকিব খান বিয়ে করতে যাচ্ছেন। এ বিষয়ে অপু বিশ্বাসের প্রতিক্রিয়া স্বাভাবিক। তিনি শাকিবের বিয়েতে জয়কে নিয়ে আনন্দ করবেন বলে জানালেন। শুধু তা-ই নয়, নিজেও একজন আদর্শবান ও কেয়ারিং মানুষকে বিয়ে করবেন বলে জানালেন। শাকিবের বিয়ের প্রশ্নের জবাবে অপু বিশ্বাস বলেন, ‘এটা তো অবশ্যই সুখবর। সে বিয়ে করবে আর আমরা সবাই তার বিয়ের আনন্দ নিয়ে মেতে উঠব। এটাই তো চাই। শাকিবের বিয়েতে আমি আর জয় মহা-আনন্দ করব। ‘শাকিব বিয়ে করতে যাচ্ছেন, অপু বিশ্বাস কি একাই থাকবেন? এ প্রশ্নের জবাবে অপু বলেন, ‘আমিও করব। জীবন তো আর একাকী চলে না। তবে এখনই নয়, হাতে অনেক কাজ জমা আছে, সব দায়িত্ব শেষ করে, একসময় আদর্শবান ও কেয়ারিং একজন মানুষ খুঁজে নিয়ে তার গলায় ভালোবাসার মালা পরাতে চাই। আজীবন সুখ আর শান্তির বন্ধনে আবদ্ধ হতে চাই। আসলে জীবন হচ্ছে একটা যন্ত্র, যতক্ষণ ওটা নড়াচড়া করে ততক্ষণই বুঝতে হবে তাতে প্রাণ আছে। যখন ওটা থেমে যাবে তখনই বুঝতে হবে তার মরণ হয়েছে। আমি জীবন-যন্ত্রটাকে সহজে মরতে দিতে চাই না। ‘অভিনেত্রী হিসেবে অপু বিশ্বাস ঢাকাই ইন্ডাস্ট্রিতে দাপট দেখিয়েছেন। এবার আসছেন নির্মাতা হিসেবে। ‘লাল শাড়ি’ নামের একটি সিনেমা পরিচালনা করতে যাচ্ছেন তিনি। এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘যখন ক্যামেরার সামনে দাঁড়াই তখন প্রযোজক-পরিচালকের ভাবনা ও নির্দেশনা মেনে কাজ করতে হয়। শুধু চরিত্র বিশ্বাসযোগ্য করে তোলার ক্ষেত্রে অভিনেত্রী হিসেবে নিজের সর্বোচ্চটা দেওয়ার সুযোগ থাকে। কাহিনি, নির্মাণ―এর কোনো কিছু নিজের আয়ত্তে থাকে না। তাই শিল্পী হিসেবে তৃষ্ণা থেকেই যায়। সে তৃষ্ণা একটি গল্প নিজের মতো করে তুলে ধরা, চরিত্র উপস্থাপন এবং নির্মাণে সময়ের ছাপ ধরে রাখার। একান্ত নিজের মতো করেই একটি ছবি নির্মাণ করে দর্শককে দেখাতে চাই। সেই ভাবনা থেকেই ‘লাল শাড়ি’ ছবির মাধ্যমে প্রযোজনায় আসা। “এই অভিনেত্রী বলছেন, ‘প্রযোজক হিসেবে নিয়মিত কাজ করব কি না, তা এখনই নিশ্চিত করে বলতে পারছি না। প্রথম ছবির সাফল্য-ব্যর্থতার ওপর অনেক কিছু নির্ভর করছে। তবে ইচ্ছে আছে অপু-জয় প্রডাকশন থেকে আরো কিছু কাজ করার। তাড়াহুড়া করে কিছু করতে চাই না। প্রযোজক হিসেবে ধীরে ধীরে পা বাড়াতে চাই। ‘