January 20, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, July 24th, 2022, 7:46 pm

অসহায় ও বিপন্ন মানুষের পাশে দাড়ালেন টেলিপ্যাব

অনলাইন ডেস্ক :

দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যায় হাজার হাজার মানুষের ঘর বাড়ি, জায়গা জমি, গবাদি পশুসহ মানুষ ব্যাপক ক্ষতির শিকার হয়েছে। বন্যার পানি নেমে গেলেও বানভাসী মানুষ বন্যা পরবর্তী সময়ে এখনও মানবেতর জীবন যাপন করছেন। সেইসব অসহায় এবং বিপন্ন মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়েছে টেলিভিশন এ- ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব)। জানা গেছে, নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি এবং কলমাকান্দা উপজেলার ৪০০ শত পরিবারের জন্য সাড়ে ৪ টন খাদ্য সামগ্রী ১৯ পদাতিক ডিভিশনের আওতাধীন ৭৭ পদাতিক ব্রিগেডের নিকট হস্তান্তর করা হয়েছে। ২২ জুলাই শুক্রবার সকালে ময়মনসিংহ সেনানিবাসে টেলিপ্যাবের ত্রাণ সামগ্রী আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন ময়মনসিংহ সেনানিবাসে কর্মরত ৭৭ পদাতিক ব্রিগেডের প্রতিনিধিগণ। এই সময় উপস্থিত ছিলেন ঘাটাইল সেনানিবাসের স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. আবদুর রহিম এবং ৭৭ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান। টেলিপ্যাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এর সভাপতি মনোয়ার পাঠান, সাধারণ সম্পাদক সাজু মুনতাসির, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল হক রেজা, শহিদ আলমগীর, প্রচার সম্পাদক সানজিদ খান প্রিন্স, আর্কাইভ সম্পাদক এস এম মাসুদ করিম সুজন, কার্যকরী সদস্য শেখ রুনা এবং মনির পারভেজ। সাজু মুনতাসির জানিয়েছে, ত্রাণ সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিলো চাল, ডাল, আলু, পিয়াজ, লবন এবং তেল।