Tuesday, July 26th, 2022, 8:33 pm

ফেনীতে সেপটিক ট্যাংক বিস্ফোরণে ৩ ভাই নিহত

ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের মাওয়া পয়েন্টে পদ্মা সেতুর উত্তর থানার কাছে মঙ্গলবার বাস উল্টে ২০ জন আহত হয়েছেন।

তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

মাওয়া পুলিশ ক্যাম্পের ট্রাফিক ইন্সপেক্টর মোহাম্মদ জিয়া বলেন, ‘টুঙ্গিপাড়া পরিবহনের’ বাসটি দুপুর দেড়টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং এতে ২০ জন আহত হয়।

আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

—ইউএনবি