January 21, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 27th, 2022, 7:24 pm

ফের বাংলাদেশের গানে কুমার শানু

অনলাইন ডেস্ক :

ফের বাংলাদেশের গানে কণ্ঠ দেবেন জনপ্রিয় সংগীতশিল্পী কুমার শানু। গানটির শিরোনাম ‘প্রেম কাহিনি’। ২৫ জুলাই গানটির রেকর্ডিং হয়েছে কলকাতায়। এটির সংগীত পরিচালনা করেছেন পল্লব গৌতম। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করছেন এমএইচ রিজভী। আর গানের গীতিকার রিপন মাহমুদ। জানা গেছে, মিউজিক ভিডিওটির শুটিং হবে ভারতের জম্মু-কাশ্মির অঞ্চলের বিখ্যাত প্রাকৃতিক সৌন্দর্য স্থান লাদাখে। আর তাতে অভিনয় করছেন ঢাকার মডেল সাজ্জাদ চৌধুরী ও কলকাতার একজন অভিনেত্রী। গানটি রেকর্ডিং শেষে কুমার শানু ভিডিও বার্তা প্রকাশ করেন। যেখানে তিনি জানিয়েছেন গানটির কথা ও সুর তার অসম্ভব পছন্দ হয়েছে। গানটি গেয়ে তৃপ্তিও পেয়েছেন। জেনেছি এটির ভিডিও হবে বিখ্যাত লোকেশন লাদাখে। আশা করছেন দারুণ কিছু হবে।’
কুমার শানুর জন্য লিখতে পেরে উচ্ছ্বসিত গীতিকবি রিপন মাহমুদ। তিনি জানিয়েছেন বিষয়টি তার কাছে স্বপ্নের মতো ঘটনা। কখনো ভাবেননি এমন কিংবদন্তির কণ্ঠে তার লেখা গান উঠবে। এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছেন সানু স্যার ও গৌতম দার প্রতি। আর বিশেষ ধন্যবাদ দিয়েছেন এমএইচ রিজভী ভাইকে। আশা করছেন গানটি প্রকাশের পর সবাই পছন্দ করবেন।’ এর আগেও রিপন মাহমুদের কথায় বেশকিছু গান আলোচনায় আসে। এর মধ্যে প্রিন্স হাবীবের কণ্ঠে ‘এক দেহেতে’, আকাশ মাহমুদের কণ্ঠে ‘টাকার মেশিন’ উল্লেখযোগ্য।