January 21, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 27th, 2022, 7:29 pm

৬ বছরের সম্পর্কের ইতি টানলেন দিশা-টাইগার

অনলাইন ডেস্ক :

বলিপাড়ার অন্যতম চর্চিত জুটি দিশা পটানি ও টাইগার শ্রফ। তারাই নাকি ইতি টানছেন ছ’বছরের সম্পর্কে! টিনসেল নগরীর হাওয়ায় ভাসছে সে খবর। মুম্বাইয়ের সংবাদ সংস্থা সূত্রে দাবি, টাইগারের ঘনিষ্ঠ সূত্র বিচ্ছেদের খবরে সিলমোহর দিয়েছে। তবে এখনও পর্যন্ত নায়ক-নায়িকা নিজেরা এ বিষয়ে কোনও কথাই বলেননি। নিজেদের সম্পর্ককে সবসময়ই প্রচারের আলোর আড়ালে রাখতে চেয়েছেন টাইগার, দিশা দু’জনেই। কখনও বিমানবন্দরে হাতে হাত রেখে, কখনও বা রোম্যান্টিক ‘ডিনার-ডেট’-এ ফ্রেমবন্দি হয়েছেন যুগলে। কিন্তু সম্পর্ক নিয়ে বরাবরই ছিল মুখে কুলুপ। টাইগারের বাড়িতে যে দিশার নিত্য আনাগোনা ছিল, তা বলিপাড়ায় সকলেরই জানা। তা হলে হঠাৎ কী এমন ঘটল যে, আলাদা হওয়ার সিদ্ধান্ত নিলেন তারা? অভিনেতার ঘনিষ্ঠ সূত্র বলছে, সে তথ্য কারও জানা নেই। বন্ধুদের সঙ্গে এই বিষয়ে কোনও আলোচনাও করেননি জ্যাকি শ্রফের পুত্র। দিশা এখন ব্যস্ত ‘এক ভিলেন রিটার্নস’-এর প্রচারণায় নিয়ে। ছবির প্রচারণার সময় এই বলিউড নায়িকার মুখে কিন্তু বারবার টাইগারের জয়গান শোনা গেছে। বিভিন্ন পত্রিকাকে সাক্ষাৎকারের সময় দিশা জানিয়েছেন যে বলিউডি নায়কদের মধ্যে টাইগার তার চোখে সেরা আর সবচেয়ে সুন্দর দেখতে। এই বলিউড অভিনেত্রীকে সম্প্রতি টাইগারের এক ঝুড়ি প্রশংসা করতেও শোনা গেছে। দিশা জানিয়েছেন যে টাইগারের থেকেই তিনি নিয়মানুবর্তিতা শিখেছেন। আর টাইগারই তাকে মার্শাল আর্ট শিখতে অনুপ্রাণিত করেছেন বলে এই বলিউডকন্যা জানিছেন। শুক্রবার বড় পর্দায় আসতে চলেছে দিশা, অর্জুন কাপুর, জন আব্রাহাম, আর তারা সুতারিয়া অভিনীত ছবি ‘এক ভিলেন রিটার্নস’। মোহিত সুরি পরিচালিত এই ছবি ‘এক ভিলেন’-এর সিক্যুয়েল।