বগুড়ায় জুয়ার আসরে ‘চাঁদাবাজির’ অভিযোগে পুলিশের এক উপপরিদর্শকে (এসআই) পুলিশ লাইন্সে প্রত্যাহার ও সোর্সকে আটক করেছে সদর থানার পুলিশ। শুক্রবার সন্ধ্যায় বগুড়া শহরের নাটাইপাড়ায় (নাপিতপাড়া) এই ঘটনা ঘটে।
প্রত্যাহার হওয়া পুলিশ কর্মকর্তা হলেন সদর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা এবং তার সোর্স ইকবাল।
স্থানীয়রা জানায়, শুক্রবার বিকালে বগুড়া সদর থানার এসআই মাসুদ রানা তার সোর্স ইকবালকে সঙ্গে নিয়ে নাটাইপাড়ার নাপিতপাড়ায় তরুন কুমার শীলের বাসায় যান। এসময় ওই বাসায় কয়েক জন যুবক মোবাইল ফোনে আইপিএলের জুয়া খেলছিল। এই সময় পুলিশের সোর্স ইকবাল তাদের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। একপর্যায় প্রতিবেশীরা এসে পুলিশ ও তার সোর্সকে অবরুদ্ধ করে।
খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়ে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
এব্যাপারে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী জানান, যেহেতু এসআই মাসুদ রানার বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছে তাই তাকে আপাতত পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। আর এ ঘটনার তদন্তের জন্য অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলামকে দায়িত্ব দেয়া হয়েছে।
—ইউএনবি
আরও পড়ুন
আওয়ামী লীগ দেশের ওলামাদের নিয়ে তাচ্ছিল্য করেছে —রংপুরে শামসুজ্জামান দুদ
রংপুরে এক্্র ক্যাডেটস্্ মিলনমেলা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জে অস্ত্রসহ ব্যবসায়ীকে আটক করলো সেনাবাহীনী