জেলা প্রতিনিধি, সিলেট :
বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ও বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার প্রাপ্ত স্বনামধন্য কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারক প্রতিষ্ঠান আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেড’র কারখানা পরিদর্শন করেছেন সিলেটের বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল সাড়ে দশটায় সিলেট বিসিক শিল্পনগরী গোটাটিকরস্থ আলীম ইন্ডাস্ট্রিজের কারখানা পরিদর্শন করেন তিনি।
এ সময় আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যানআলীমুছ ছাদাত চৌধুরী (এআইপি) উপস্থিত থেকে বিভাগীয় কমিশনারকে প্রোডাকশনের সিএনসি লেজার কাটার ও প্লাজমা কাটার মেশিনসহ আরএন্ডডি ও প্রোডাকশনের বিভিন্ন ইউনিট ঘুরে দেখান।
পরিদর্শনকালে কোম্পানীর পরিচিতি ও কার্যক্রম সম্পর্কে বিভাগীয় কমিশনারকে অবহিত করেন কোম্পানীর প্রোডাকশন বিভাগের প্রধান ইঞ্জিনিয়ার সৈয়দ মঞ্জুর রাশেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন কোম্পানীর সেলস্ ও মার্কেটিং ম্যানেজার শফিকুল ইসলাম জিয়া, কমার্শিয়াল ম্যানেজার এম শাহিদুল ইসলাম ও ফাইয়াজ আলীম চৌধুরী।
বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন সরকারের গৃহীত কৃষি যান্ত্রিকীকরণ কর্মসূচিতে অংশগ্রহণ ও গুরুত্বপূর্ণ অবদান রাখার কারণে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ও বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কারপ্রাপ্ত এই প্রতিষ্ঠানের পরিচালক ও কর্মকর্তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
এ সময় তিনি কৃষি যন্ত্রপাতির কাঁচামাল ও যন্ত্রাংশ আমদানীতে কাস্টমসের রেয়াতি সুবিধা প্রাপ্তিতে বিদ্যমান দীর্ঘসূত্রিতা নিরসনে চেষ্টা করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এ ছাড়া বড় ধরণের আধুনিক কৃষি যন্ত্রপাতি ক্রয়ের ক্ষেত্রে সরকারি ভর্তূকি থাকা স্বত্বেও বাকি টাকা পরিশোধ করে কৃষিযন্ত্র ক্রয়ে কৃষকদের সামর্থ্য না থাকায় এ খাতে ব্যাংকগুলোর বিদ্যমান কৃষিঋণ প্রকল্পের আওতায় কৃষকরা যাতে ঋণ পেতে পারে সেজন্যও তিনি যথাযথ কর্তৃপক্ষের সাথে আলোচনা করবেন বলে জানান।
আরও পড়ুন
আওয়ামী লীগ দেশের ওলামাদের নিয়ে তাচ্ছিল্য করেছে —রংপুরে শামসুজ্জামান দুদ
রংপুরে এক্্র ক্যাডেটস্্ মিলনমেলা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জে অস্ত্রসহ ব্যবসায়ীকে আটক করলো সেনাবাহীনী