অনলাইন ডেস্ক :
তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা মোহাম্মদ ওমর থেকে সিরিয়ার আল-কায়দা প্রধান সেলিম আবু আহমেদসহ গত দুই দশকে আমেরিকার প্রিডেটর ড্রোনের ‘শিকারের’ তালিকায় অনেকেই রয়েছেন। লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চীনের সঙ্গে বিবাদের মধ্যে শিগ্গিরই ভারতে আসতে পারে আমেরিকার ঐ ‘প্রিডেটর ড্রোন’। গত রোববার এই তথ্য জানিয়েছেন ড্রোনের চুক্তি সম্পর্কে জ্ঞাত এক সূত্র।ভারতীয় স্থল, নৌ এবং বিমান বাহিনীর জন্য প্রিডেটরের ‘এমকিউ-৯বি’র ‘সি গার্ডিয়ান’ এবং ‘স্কাই গার্ডিয়ান’ সংস্করণ কেনার সিদ্ধান্ত নিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। সংবাদ সংস্থা পিটিআইকে জেনারেল অ্যাটোমিক্স গ্লোবাল করপোরেশনের মুখ্য কর্মকর্তা বিবেক লাল জানিয়েছেন, এই ড্রোন নিয়ে ভারত ও আমেরিকার সরকারের মধ্যে কথাবার্তা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। তবে তিনি বলেন, ‘কী কথাবার্তা হয়েছে, তা দুই সরকারের প্রতিনিধিদের জিজ্ঞাসা করা উচিত। তবে জেনারেল অ্যাটোমিক্স ভারতকে সাহায্য করতে প্রস্তুত।’ গত বছর আমেরিকা সফরে গিয়ে বিবেকের সঙ্গে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই অনেক উঁচুতে দীর্ঘক্ষণ ওড়ার ক্ষমতাসম্পন্ন প্রিডেটর কেনার বিষয়ে আলোচনা হয়েছিল বলে ঐ সূত্রের খবর। আমেরিকার এই হানাদার ড্রোন ‘এমকিউ-৯ রিপার’ নামে পরিচিত। ৫০ হাজার ফুট উচ্চতায় ২৭ ঘণ্টা ধরে একটানা ওড়ার ক্ষমতা রয়েছে এই ড্রোনের। সর্বোচ্চ বহনক্ষমতা ১ হাজার ৭৪৬ কিলোগ্রাম। এই ড্রোন কিনতে প্রায় ৩০০ কোটি ডলার খরচ করছে ভারত। আমেরিকা ছাড়া সম্প্রতি এই প্রিডেটর ড্রোন ব্যবহার করছে ইতালি, ফ্রান্স ও স্পেনের বিমান বাহিনী। এই ড্রোন ব্যবহার করে ৭ হাজার ৫০০ কিলোমিটার উপকূল রেখা বরাবর নজরদারিও চালাতে পারবে ভারত। Ñআনন্দবাজার পত্রিকা

আরও পড়ুন
‘সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের’ নিন্দা জানাতে ইরানের রাস্তায় দাঙ্গার বিরুদ্ধে বিক্ষোভ
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া কঠোর করল অস্ট্রেলিয়া
ইরানের পরিস্থিতি ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণে’, দাবি আরাগচির