January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, August 23rd, 2022, 8:19 pm

ঘুম থেকে টেনে তুলে স্ত্রীকে চলন্ত ট্রেনের সামনে ফেলে দিল স্বামী

অনলাইন ডেস্ক :

ভারতের মুম্বাই শহরের এক ঘটনায় হাড় হিম হয়ে যাচ্ছে দেশবাসীর। মুম্বাইয়ের একটি রেলস্টেশনের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে সেই ভয়ঙ্কর ঘটনার দৃশ্য। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে। মঙ্গলবার (২৩ আগষ্ট) ভোর ৪টার ঘটনা। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, স্টেশনের প্ল্যাটফর্মে ঘুমাচ্ছেন এক নারী। কিছুক্ষণ পর এক ব্যক্তিকে দেখা যায় ওই নারীকে টেনে তুলে কথাবার্তা বলছেন। অনেকের দাবি, ওই ব্যক্তিই তার স্বামী। তবে বিষয়টির সত্যতা যাচাই করা যায়নি। প্ল্যাটফর্মে আরো দুই শিশুকে দেখা যায়; যারা ওই দম্পতিরই সন্তান বলে প্রচার করা হচ্ছে। এই পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু এর পরে যা ঘটল তা শিউরে ওঠার মতোই। ভিডিওতে দেখা যায়, দূর থেকে ট্রেন আসছে। প্ল্যাটফর্মের কাছাকাছি ট্রেন আসতেই ওই ব্যক্তি সেই নারীকে জোর করে টেনেহিঁচড়ে নিয়ে চলন্ত ট্রেনের সামনে ফেলে দেয়। দ্রুতগতির ট্রেন পিষে দিয়ে যায় ওই নারীকে। এরপর দুই শিশুর হাত ধরে প্ল্যাটফর্ম ছেড়ে পালাতে দেখা যায় ওই ব্যক্তিকে। পুলিশ জানিয়েছে, নিজের ঘুমন্ত স্ত্রীকে টেনে তুলে চলন্ত ট্রেনের সামনে ফেলে হত্যা করেছে ওই ব্যক্তি। সামনে নিজের সন্তানরাও ছিল। কিভাবে ওই ব্যক্তি এমন ঘটনা ঘটাল তা ভেবেই পাচ্ছেন না পুলিশ কর্মকর্তারা। স্টেশন থেকে পালিয়ে প্রথমে দাদারে গিয়ে লুকিয়ে ছিল অভিযুক্ত। পরে সেখান থেকে কল্যাণে পালিয়ে যায়। সন্ধ্যার পরে ভিওয়ান্ডি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।