December 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 28th, 2021, 7:43 pm

ভারতে আকস্মিক ঝড়ে ৬ জন নিহত, নিখোঁজ ২৬

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

বুধবার ভোরের দিকে উত্তর ভারতের জম্মু ও কাশ্মীরের একটি প্রত্যন্ত অঞ্চলে এক ধরণের আকস্মিক ঝড়ের কারণে সৃষ্ট বন্যার ফলে কমপক্ষে ৬ জন নিহত এবং ২৬ জনেরও বেশি নিখোঁজ রয়েছে।

আকস্মিক ঝড়- একটি সীমাবদ্ধ অঞ্চলে হঠাৎ আক্রমণাত্মক বৃষ্টিপাত। কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রিত পার্বত্য কিস্তওয়ার জেলার কনজার গ্রামে এমন ঘটনা ঘটে, যখন বেশিরভাগ ক্ষতিগ্রস্থরা তাদের বাড়িতে ঘুমাচ্ছিলেন।

কর্মকর্তারা জানিয়েছেন, বন্যার পানিতে গ্রামের কমপক্ষে আট থেকে দশটি ঘর স্রোতে ভেসে গেছে। স্থানীয় গণমাধ্যমকে কিস্তওয়ারের জেলা প্রশাসক অশোক কুমার শর্মা বলেন, “এখন পর্যন্ত ছয়টি লাশ উদ্ধার করা হয়েছে। ” এছাড়া প্রায় ১২ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কেন্দ্রীয় সরকার ক্ষতিগ্রস্থদের জন্য সর্বাত্মক সহায়তা প্রদান করবে।

কেন্দ্রীয় সরকার মন্ত্রী জিতেন্দ্র সিং বলেছেন যে ভারতীয় বিমানবাহিনীকে উদ্ধারকাজে যোগ দিতে বলা হয়েছে।

উত্তর ভারতের ভূখণ্ডে গত তিন দিন ধরে ভারী বৃষ্টি হচ্ছে।

মঙ্গলবার রাতে জেলা প্রশাসনের এক উপদেষ্টা বলেন “আবহাওয়া অধিদপ্তর আগাম দিনগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে এবং নদী ও নালার জলের স্তর বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে, যা নদী, নালা, জলাশয় এবং স্লাইড-ঝুঁকিপূর্ণ অঞ্চলে বাসিন্দাদের জন্য হুমকির কারণ হতে পারে।