অনলাইন ডেস্ক :
বাংলা ভাষার প্রথম সার্থক ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তার ঐতিহাসিক উপন্যাস ‘আনন্দমঠ’ নিয়ে তৈরি হচ্ছে সিনেমা। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ‘১৭৭০’ নামে এই সিনেমা পুরো ভারতেই মুক্তি দেওয়া হবে। বর্তমানে এই সিনেমার প্রি প্রোডাকশনের কাজ চলছে। এটি পরিচালনা করবেন অশ্বিনী গঙ্গারাজু। ‘বাহুবলি’ ও ‘এগা’ সিনেমায় এস এস রাজামৌলির সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি। ‘আনন্দ মঠ’ নিয়ে সিনেমা নির্মাণের উদ্যোগ নিয়েছেন লেখক-পরিচালক রাম কমল মুখার্জি। তাকে ধন্যবাদ জানিয়ে সম্প্রতি সিনেমা নির্মাণের বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রপৌত্র (নাতির ছেলে) সজল চট্টোপাধ্যায়। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বঙ্কিমচন্দ্রের প্রপৌত্র হিসেবে আমার খুব গর্ব হচ্ছে যে, আনন্দমঠের মতো একটা ঐতিহাসিক উপন্যাস নিয়ে সিনেমা বানানো হচ্ছে। আমার এটা ভেবে খুব ভালো লাগছে বাংলা থেকে কেউ জাতীয় স্তরে গিয়ে সিনেমা বানানোর কথা ভেবেছেন। আমি রাম কমল মুখার্জিকে অনেক ধন্যবাদ জানাতে চাই। তিনি এত বড় একটা দায়িত্ব নিয়ে আনন্দমঠকে বড় পর্দায় নিয়ে আসছেন। তিনি সত্যি খুব ভালো মনের মানুষ।’ হিন্দি, তেলেগু, তামিল, মালায়ালাম, কান্নড় ভাষার পাশাপাশি বাংলাতেও এই সিনেমা তৈরি হবে। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে কে অভিনয় করেবন তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। চলতি বছরেই শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। শুরুতে পশ্চিমবঙ্গে সিনেমার শুটিং করার পরিকল্পনা থাকলেও বাজেট বেড়ে যওয়ায় এখন হায়দরাবাদে এর শুটিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিনেমাটি কবে নাগাদ মুক্তি পাবে তা এখনো ঘোষণা করা হয়নি।
আরও পড়ুন
‘আপনাদের মন বলতে কিছু নেই’
প্রতিবছরই এভাবেই বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানান: তমালিকা
‘পিনিক’–এ ফার্স্ট লুকে অন্য রকম বুবলী