January 22, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, September 4th, 2022, 7:37 pm

কান্নায় ভেঙে পড়লেন মনির খান

অনলাইন ডেস্ক :

না ফেরার দেশে চলে গেলেন কিংবদন্তি সংগীতজ্ঞ গাজী মাজহারুল আনোয়ার। রোববার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। তার মৃত্যুর খবর শুনে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ছুটে গেছেন জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান। সেখানে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। এই কণ্ঠশিল্পী বলেন, ‘আমাদের একটি সূর্য নিভে গেল। বিশ্ব জানে তাঁর সম্পর্কে। তাকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। আমি তার সন্তানতূল্য ছিলাম। তিনি সবসময় বলতেন, আমার দুটি ছেলে একটা উৎপল আরেকজন মনির। ’কান্না জড়িত কণ্ঠে মনির খান আরো বলেন, ‘তাঁর আদর, স্নেহ, শাসন সবকিছু থেকেই আজ থেকে বঞ্চিত হব। তিনি তো আমাদের একটি প্রতিষ্ঠান। এমন একটি প্রতিষ্ঠান বাংলাদেশে আর আসবে কিনা তা বলা যায় না। ’আজ সোমবার বেলা ১১টায় প্রথমে গাজী মাজহারুল আনোয়ারের মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। তারপর নেওয়া হবে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি)। সেখানে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর এই প্রয়াত গীতিকার, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজককে রাজধানীর বনানীর কবরস্থানে মায়ের কবরের পাশে সমাহিত করা হবে।