January 22, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, September 4th, 2022, 7:38 pm

নজর কাড়লেন রাইমা-রিয়া

অনলাইন ডেস্ক :

জমকালো সেলুলয়েড সেনসেশন ছিলেন মহানায়িকা সুচিত্রা সেন। তার নাম শুনলে এখনো মুগ্ধতা প্রকাশ করতে দেখা যায় দর্শকদের। সুচিত্রা সেনের একমাত্র মেয়ে অভিনেত্রী মুনমুন সেন। দুই নাতনি রাইমা সেন ও রিয়া সেনও অভিনেত্রী (মুনমুনের মেয়ে)। তার দুজনেও অভিনয়ের সঙ্গে জড়িত। মুনমুন সেনের দুই কন্যার মধ্যে বড় মেয়ে রাইমা ও ছোট মেয়ে রিয়া। এই দুই অভিনেত্রী কলকাতায় এক হয়েছিলেন বাবা ভরত দেব বর্মার জন্মদিনে। যেখানে আবেদনময়ী পোশাকে দেখা গেছে দুই বোনকে। সেই ছবি প্রকাশ্যে আসতেই মুগ্ধ তাদের ভক্তরা। তাদের মধ্যে কার চোখে মাদকতা বেশি! রাইমা না রিয়া? এ নিয়ে কথা চলছেই। কেউ বলছে, রাইমার মধ্যে নানী সুচিত্রা সেনের ছায়া, আর রিয়া যেন পরীর দেশ থেকে আসা কোনও সুন্দরী। বাবার জন্মদিনে পুরো পরিবারের সঙ্গে ডিনার করেছেন রিয়া ও রাইমা। রিয়া বেশির ভাগ সময় মুম্বাইতেই থাকেন। তবে বাবার জন্মদিনে বিষয়টা একেবারে অন্য! প্রসঙ্গত, মুনমুন সেনের স্বামী অর্থাৎ রাইমা ও রিয়ার বাবা ভরত দেব বর্মা ত্রিপুরার রাজপরিবারের সদস্য।