অনলাইন ডেস্ক :
বিশ্বের বিভিন্ন অংশে নতুন সংক্রমণ বৃদ্ধির মধ্যে বিশ্ব করোনায় আক্রান্তের সংখ্যা ৬১ কোটি ৪২ লাখ ছাড়াল।
বৈশ্বিক ডাটা অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬১ কোটি ৪২ লাখ ২৫ হাজার ৮২৪ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬৫ লাখ ১৭ হাজার ৯২০ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৯ কোটি ৭১ লাখ ৬৪ হাজার ৭৩২ জন এবং মৃত্যুবরণ করেছে ১০ লাখ ৭৬ হাজার ৫৪ জন।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৪৫ লাখ দুই হাজার ৬৯৪ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৮ হাজার ১৬৫ জনে।
আরও পড়ুন
কাতারে হামলা চালিয়েছে ইসরায়েল
ঢাবি ভিসিকে ‘জামায়াতি প্রশাসন’ আখ্যা দিল ছাত্রদল
প্রধানমন্ত্রীর পর নেপালের প্রেসিডেন্টের পদত্যাগ