অনলাইন ডেস্ক :
ফ্রান্সের ষাট ভাগ মানুষ রাশিয়ার ওপর মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা নিষেধাজ্ঞার বিরোধী। রুশ-বিরোধী নিষেধাজ্ঞার ফলে ফ্রান্সের ওপরে যে অর্থনৈতিক নেতিবাচক প্রভাব পড়েছে মূলত তার কারণেই ফরাসি জনগণ এই নিষেধাজ্ঞা-বিরোধী হয়ে উঠেছে। এরইমধ্যে ফ্রান্স রেকর্ড পরিমাণ মুদ্রাস্ফীতির কবলে পড়েছে। এছাড়া, দীর্ঘমেয়াদি অর্থনৈতিক মন্দার মুখোমুখি অবস্থায় রয়েছে ফ্রান্স। রুশ বিরোধী নিষেধাজ্ঞার ফলাফল এখন এতটাই পরিষ্কার হয়ে উঠেছে যে, ফ্রান্সের কেউ এখন আর একথা অস্বীকার করতে পারছে না যে, এই নিষেধাজ্ঞা হিতে বিপরীত হয়েছে। সম্প্রতি ফরাসি টেলিভিশন পরিচালিত এক জরিপ ফলাফলে দেখা গেছে- বেশিরভাগ ফরাসি নাগরিক ইউক্রেন যুদ্ধের ব্যাপারে হতাশ হয়ে পড়েছে। এছাড়া, নিত্যপণ্যের উচ্চ মূল্যের কারণে তারা সরকারের ওপর ক্ষুব্ধ। জরিপে দেখা যায়, শতকরা ষাট ভাগ ফরাসি নাগরিক রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে, অথবা নিষেধাজ্ঞা কমানোর পক্ষে মতামত দিয়েছেন। তারা বলেছে, রুশ-বিরোধী নিষেধাজ্ঞের কারণে ফরাসি নাগরিকদের গড় ক্রয় ক্ষমতার ওপর বড় রকমের নেতিবাচক প্রভাব পড়েছে। জরিপে অংশ নিয়ে শতকরা ৭৫ ভাগ ফরাসি নাগরিক বলেছে যে, ইউরোপীয় ইউনিয়নের দেয়া নিষেধেজ্ঞার প্রভাব রাশিয়ার ওপর পড়েনি। এছাড়া, ইউক্রেনকে সামরিক ও অর্থনৈতিক সহযোগিতা দেয়ার ব্যাপারে ফ্রান্সের জনগণ ঠিক সমানভাবে দ্বিধাবিভক্ত। জরিপে অংশ নেয়া শতকরা ৮৫ ভাগ মানুষ মনে করে- যুদ্ধ কয়েক বছর ধরে চলবে। পার্সটুডে
আরও পড়ুন
লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলের ঘটনায় সম্ভাব্য কারণগুলো খতিয়ে দেখছেন তদন্তকারীরা
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার
দাবানলে পুড়ছে হলিউড হিলস