January 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, August 2nd, 2021, 1:49 pm

মাগুরায় অন্তঃসত্ত্বাকে ধর্ষণের অভিযুক্ত আটক

মাগুরার মহম্মদপুরে বালীদিয়া গ্রামে গলায় চাপাতি ধরে ভয় দেখিয়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে ধর্ষণের অভিযোগে রবিবার এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আটক বাবর আলী মোল্লা ওরফে বাবু মোল্লা উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত সিদ্দিক মোল্যার ছেলে। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার বালিদিয়া ইউনিয়নে ওই নারী রাতের খাবার খেয়ে নিজের ঘরে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। এ অবস্থায় টিনের বেড়া কেটে বাবু তার এক সহযোগীকে নিয়ে ওই নারীর রুমে সুকৌশলে প্রবেশ করে। পরবর্তীতে ধারালো চাপাতি গলায় ধরে তাকে ভয় দেখিয়ে ধর্ষণ করে।

এক পর্যায়ে ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে বাবুকে আটক করে এবং অন্যজন পালিয়ে যায়। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য মাগুরা সদর হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠায়।

এ ঘটনায় ওই নারী বাদী হয়ে মহম্মদপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির হোসেন জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। বাবু নামের এক ব্যক্তিকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত আরেকজনকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

–ইউ এন বি