January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, September 30th, 2022, 7:14 pm

বিজিবির ধাওয়া খেয়ে পিকআপ ভ্যান উল্টে সিলেটে আহত ৫, গ্রেপ্তার ২

সিলেটের কানাইঘাটে বিজিবির ধাওয়া খেয়ে ভারতীয় বিড়ি বোঝাই পিকআপ ভ্যান উল্টে পাঁচ জন আহত হয়েছেন। এসময় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাতে ভারতীয় নাসির বিড়ি বোঝাই একটি পিকআপ ভ্যান গাড় সুরাইঘাট সীমান্ত এলাকা থেকে কানাইঘাট পৌর শহরের দিকে আসার সময় পিকআপটির পিছু নেয় বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন ও সুরইঘাট ক্যাম্পের সদস্যরা। একপর্যায়ে রামিজা বালিকা উচ্চ বিদ্যালয় মোড়ে পৌঁছে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি দোকানের পিলারের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এ ঘটনার পর পরই চালকসহ পাঁচ জন আহত অবস্থায় পালিয়ে যায়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়ার সময় আহত দুজনকে পুলিশ আটক করে।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, ভারতীয় পাঁচ লাখ ৮৮ হাজার পিস নাসির বিড়িসহ পিকআপ ভ্যানটির জব্দ করা হয়। পরে সুরইঘাট বিজিবি ক্যাম্পের সুবেদার ইসমাইল মিয়া বাদী হয়ে আটক দুজনসহ অজ্ঞাতনামা আরও তিন জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেন।

—-ইউএনবি