January 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, August 2nd, 2021, 8:56 pm

ভারী বর্ষণে সিলেটের সুরমা-কুশিয়ারায় পানি বৃদ্ধি

জেলা প্রতিনিধি, সিলেট :
ভারী বৃষ্টির ফলে সিলেটের সুমরা ও কুশিয়ারা নদীর পানি বাড়ছে। একই সাথে পানি বাড়ছে, সারি ও ধলাই নদীরও।
পানি উন্নয়ন বোর্ড সিলেট জানায়, সিলেটের সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে সবশেষ ২৪ ঘণ্টায় বেড়েছে ২ দশমিক ৫১ সেন্টিমিটার, সিলেট পয়েন্টে ১ দশমিক ২২ সেন্টিমিটার, কুশিয়ারা নদীর পানি শেওলা পয়েন্টে ১ দশমিক ২৩ সেন্টিমিটার, ফেঞ্চুগঞ্জ পয়েন্টে ১৬ সেন্টিমিটার তবে শেরপুর পয়েন্টে ১ সেন্টিমিটার পানি কমেছে।
ধলাই নদীর পানি সবশেষ ২৪ ঘণ্টায় বেড়েছে ৪ সেন্টিমিটার, গোয়াইনঘাটের সারি নদীর পানি ২ দশমিক ২৪ সেন্টিমিটার বেড়েছে।
এদিকে সিলেটে সবশেষ ৩৬ ঘণ্টায় ৮৩ দশমিক ৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। রোববার (১ আগস্ট) সকাল ৬ টা থেকে সোমবার (২ আগস্ট) সন্ধ্যা ৬ টা পর্যন্ত এই বৃষ্টিপাত হয়।
আবহাওয়া অফিস বলছে, আগামীকাল মঙ্গলবারও সিলেটে বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে আকাশ মেঘলা থাকতে পারে।
সিলেট আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাইদ আহমদ চৌধুরী বলেন, সোমবার সিলেট নগরে সবোর্চ্চ তাপমাত্র ছিল ৩২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনি¤œ তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
তিনি আরও বলেন, রোববার (১ আগস্ট) সকাল ৬ টা থেকে সোমবার (২ আগস্ট) সকাল ৬ টা পর্যন্ত সিলেটে ভারী বৃষ্টি হয়েছে। বিশেষ করে রোববার রাত ৯ টা থেকে সোমবার ভোর পর্যন্ত সিলেটে টানা বৃষ্টি হয়েছে। এই সময়ে ৭১ দশমিক ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।