January 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, August 3rd, 2021, 7:31 pm

রবীন্দ্রসংগীত গাইলেন অণিমা রায়

বিনোদন ডেস্ক :

শোবিজের জনপ্রিয় দম্পতি সংগীত পরিচালক, গায়ক, সুরকার, গীতিকার তানভীর তারেক ও রবীন্দ্রসংগীতশিল্পী অণিমা রায়। দুজনে আলাদা করে সাংবাদিক ও শিক্ষক হিসেবেও কাজ করেন। ভালোবাসার মুগ্ধতায় তারা এক হয়ে আছেন। তারা গান করেন নিয়মিতই। তবে এই প্রথমবার স্বামী তানভীরের সংগীতায়োজনে রবীন্দ্রসংগীতে কণ্ঠ দিলেন অণিমা। কবিগুরুর ৬০তম প্রয়াণ দিবস উপলক্ষে গানটি প্রকাশ হতে যাচ্ছে। তানভীর-অণিমা তাদের এক হয়ে গান করার প্রথম প্রয়াসে বেছে নিয়েছেন রবি ঠাকুরের বহুল শ্রোতাপ্রিয় গান ‘মেঘ বলেছে যাব যাব’। তানভীর তারেক জানান, তার ‘স্টুডিও কোলাহল’-এ গানটির অধিকাংশ কম্পোজিশন তৈরি হয়েছে। এ গান নিয়ে অণিমা রায় বলেন, ‘বাইশে শ্রাবণ, বর্ষা আর বিরহ সবমিলিয়ে খুবই সময়োপযোগী এই গান। তানভীরকে বলেছিলাম তার নিজের স্টাইলেই কম্পোজিশনটি করতে। সেভাবেই দারুণ একটি কম্পোজিশন করেছে। রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধার্ঘস্বরূপ এই গানটি আমার শ্রোতাদের জন্য বিশেষ নিবেদন। ধ্রুব গুহ দাদাকে বিশেষভাবে কৃতজ্ঞতা যে, রবীন্দ্রনাথের গানকে তিনি বরাবরই সাপোর্ট দিয়ে যাচ্ছেন।’ তানভীর তারেক বলেন, ‘প্রথমবারের মতো অণিমার কোনো গানে কম্পোজিশন করলাম। রবীন্দ্রনাথের গানের মিউজিক অ্যারেঞ্জমেন্ট করাটা একটু কঠিন, কারণ হাজার রকমভাবে দেশে বিদেশে এর কম্পোজিশন হয়ে গেছে। চ্যালেঞ্জ ছিলো তাই। ৭ মাত্রার গান এটি। তাই রিদম প্যাটার্নটা আমাদের জনশ্রুত দাদরা, কাহারবা’র বাইরে। সেভাবে গিটার, পিয়ানো, চেলো, লুপ বীট, তবলা এসবের মিশেলেই গানটি তৈরি করেছি। টানা ১৫ দিন অন্য কোনো গানের কাজ করিনি। তাই শ্রোতারাও আশা করি সেই যতেœর ছাপটি গানে পাবেন। অণিমা’র কন্ঠ এদেশে প্রসিদ্ধ, তাই তা নিয়ে বলার নেই। তবে গানে একটি পিয়ানো সঙ্গত করেছি আমি একটি জায়গায়। ঐ জায়গাটি আমার ভীষণ প্রিয়। ধন্যবাদ ডিএমএসকে এমন একটি কাজে সাপোর্ট দেবার জন্য।’ গানটি বিরুলিয়ার পুনশ্চ হলিডে হোম’- এ ধারণ করা হয়েছে। ভিডিওচিত্র নির্মান করেছে রাজেশ মজুমদার। গিটারে রাজীব হোসেন ও বেস বাজিয়েছেন সোহেল। গানটির বাকি ইন্সট্রুমেন্টসহ মিক্সিং ও মাস্টারিং করেছেন তানভীর তারেক। ৫ আগস্ট সন্ধ্যা ৬ টায় ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে গানটি মুক্তি পাবে।