January 22, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 11th, 2022, 7:44 pm

টি-টোয়েন্টি বিশ্বকাপ কোথায় কোন চ্যানেলে দেখবেন?

অনলাইন ডেস্ক :

আসি আসি করে চলেই এল টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট বিশ্বকাপের আসর। অস্ট্রেলিয়ার মাটিতে আর মাত্র ৫দিন পরই শুরু হতে চলেছে ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের নবম আসরের লড়াই। সমগ্র বিশ্বের প্রায় সব জায়গা থেকেই সরাসরি দেখা যাবে চার-ছক্কায় জমজমাট এই আসরের সবগুলো ম্যাচ। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রধান সম্প্রচার স্বত্ত্ব দিয়েছে কয়েকটি চ্যানেলকে। বিশ্বের বিভিন্ন প্রান্তের এসব চ্যানেলের মধ্যে রয়েছে ইএসপিএন, স্টার নেটওয়ার্ক, ফক্স স্পোর্টস, স্কাই স্পোর্টস, টাইমস ইন্টারনেট ও পিটিভি। বাংলাদেশের দর্শকদের জন্য বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে বেসরকারি টেলিভিশন চ্যানেল গাজী টিভি ও ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম র‌্যাবিটহোল। বিশ্বব্যাপী কোন দেশের কোন চ্যানেলে দেখা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা:
বাংলাদেশ: গাজী টিভি, র‌্যাবিটহোলবিডি
অস্ট্রেলিয়া: ফক্স স্পোর্টস, কায়ো
ভারত: স্টার নেটওয়ার্ক, ডিজনি+ হটস্টার
পাকিস্তান: পিটিভি, এআরওয়াই ডিজিটাল নেটওয়ার্ক
ইউএসএ: টাইমস ইন্টারনেট (উইলো), ইএসপিএন+ মার্কিন যুক্তরাষ্ট্র, মধ্য ও দক্ষিণ আমেরিকা এবং মেক্সিকো- ইএসপিএন+ ক্যারিবিয়ান- ইএসপিএন, ইএসপিএন
নিউজিল্যান্ড: স্কাই স্পোর্ট
যুক্তরাজ্য: স্কাই স্পোর্টস
আফ্রিকা: সুপারস্পোর্ট
মালয়েশিয়া: অ্যাস্ট্রো, ইয়াপ টিভি
নেপাল, ভূটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ: স্টার নেটওয়ার্ক
পিএনজি, ফিজি ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ: পিএনজি ডিজিসেল
কানাডা: টাইমস ইন্টারনেট (উইলো), হটস্টার
সিঙ্গাপুর: স্টারহাব
হংকং: নাও টিভি, ইয়াপ টিভি